Dearness Allowance

কর্মবিরতি: আজ-কাল সকল সরকারি অফিসে কাজ বন্ধ, কর্ম বিরতির ডাক সরকারি কর্মচারী ও শিক্ষকদের

কর্মচারীদের দাবি কে মান্যতা না দিয়ে বিধায়কদের বেতন বেড়েছে, বেড়েছে অনুদানের পরিমাণ। এবার প্রতিবাদের সামিল সকল সরকারি কর্মচারী এবং শিক্ষক মহল।

কর্মবিরতি: পশ্চিমবঙ্গের শিক্ষক-শিক্ষা কর্মী এবং সরকারি কর্মচারী গণ একত্রে মিলিত হয়ে কর্মবিরতির ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গের কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ১০ এবং ১১ই অক্টোবর ২০২৩, মঙ্গল এবং বুধবার রাজ্যজুড়ে সমস্ত অফিসে এবং বিদ্যালয়ে কাজ না করার জন্য ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষা কর্মীগণ বিগত কয়েক মাস ধরে অবস্থান, বিক্ষোভ, আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের লড়াই চালাচ্ছেন। এবার মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি আদায়ের উদ্দেশ্যে সরকারের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে পরপর দুই দিনের কর্ম বিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)।

সংগ্রামী যৌথ মঞ্চের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো All India Consumer Price Index অনুসারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান, বিভিন্ন সরকারি অফিসে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, প্রতিহিংসা মূলক বদলি প্রত্যাহার করা এবং যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ।

এইসব দাবি আদায়ের উদ্দেশ্যে একাধিকবার বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। শহীদ মিনারের পাদদেশে অবস্থান মঞ্চে অবস্থানরত অবস্থায় কাটিয়েছেন মাসের পর মাস। কিছুদিন আগে রাজ্যপালের সাথে দেখাও করেছিলেন কর্মচারীদের একাংশ। কিন্তু কোন কিছুতেই রাজ্য সরকার তাদের দাবি মানেনি। উল্টে বিধায়কদের বেতন বাড়িয়েছে, দুর্গাপূজার উপলক্ষে অনুদানের পরিমাণও বেড়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন কর্মচারী ও শিক্ষক মহল।

সেপ্টেম্বর মাস জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে “থানা চলো”, ” ব্লকে চলো” ইত্যাদি কর্মসূচির মাধ্যমে সমস্ত স্তরের কর্মচারীদের উদ্বুদ্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই কর্মসূচির ফলে বেশ সাড়া পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এর ফলে ১০ এবং ১১ অক্টোবর কর্মবিরতিতে বেশ সরা মিলবে বলে আশা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যক্তিত্বরা।

সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্যান্য কর্মচারী সংগঠনের আহ্বান করা বিগত দিনের কর্মবিরতি কিংবা ধর্মঘটের জবাবে পশ্চিমবঙ্গ সরকার বেশ করা মনোভাব প্রকাশ করেছিল। সরকারপক্ষ নোটিশ জারি করে Dies Non ও Break In Service করার হুঁশিয়ারি দিয়েছিল। তবে এবারের কর্ম বিরতির জন্য তেমন কোন বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশ করেনি নবান্ন।

কর্মবিরতি প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন “১০ এবং ১১ অক্টোবর রাজ্যের আপামর শিক্ষক, কর্মচারী, ডাক্তার,নার্স,পৌর ও পঞ্চায়েত কর্মী,লাইব্রেরিয়ান,আদালত কর্মী সহ সকল স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ঠিক করতে হবে অধিকারের জন্য লড়াইয়ে তাদের নিজেদের ভূমিকা কী হবে! প্রতিবাদের সবথেকে সহজতম পন্থা কর্মবিরতি। এর আগের কর্ম বিরতিতে যেমন সরকারপক্ষ নোটিশ জারি করে Dies non ও Break in service হুমকি দেখাতো ১০ মার্চের ধর্মঘটের নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে এবং SATএ মামলা হওয়ার পরে এবারে সেই নির্দেশিকাও তাঁরা জারি করতে পারেননি। তারপরেও যদি কর্মবিরতিতে আমরা সকলে যোগদান করতে না পারি তাহলে বুঝতে হবে মহার্ঘ ভাতা সহ‌ বিভিন্ন দাবি আমাদের অধিকার নয় এবং আন্তরিকভাবে আমরা সেটাকে চায়ও না! আমরা কি চাই নিজেদের কর্ম দিয়েই সেটাকে প্রমাণ করতে হবে। দাবি যেহেতু সবার তাই লড়াইটাও সবার। তাই নিজের লড়াই নিজে লড়ে দাবি আদায় করতে ১০ ও ১১ অক্টোবর, ২০২৩ সব সরকারি দপ্তরে ,শিক্ষা প্রতিষ্ঠানে ও আদালতে কর্মবিরতি সর্বাত্মক করতেই হবে।”

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button