News

Sangrami Joutha Mancha: আজ পালিত হল কালা দিবস, পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে?

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Sangrami Joutha Mancha: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এর ডাকে আজ সোমবার ১৪ ই আগস্ট পালিত হলো কালা দিবস (Kala Diwas)। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি অফিস এবং বিদ্যালয়ে সরকারি কর্মচারীরা (Government Employees of West Bengal) কালা দিবস পালন করলেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল এই কালা দিবসের।

সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর ভিত্তিতে মহার্ঘ ভাতা প্রদান, রাজ্য সরকারি অফিস গুলিতে সমস্ত শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগ, যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং প্রতিহিংসামূলক বদলির প্রত্যাবর্তন এই সমস্ত দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান কর্মসূচি আজ ১৪ ই আগস্ট ২০০ দিন অতিক্রম করল। এই উদ্দেশ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কালা দিবস পালনের ডাক দেওয়া হয়েছিল।

সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কালা দিবস পালন করে বিভিন্ন অফিসের সরকারি কর্মচারী ও শিক্ষকরা কালা দিবসের ব্যাচ পরে অফিস করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ছবিও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ ২০০ দিন ধরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে কর্মসূচি তীব্র করার ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।

সংগ্রামী যৌথ মঞ্চের একজন অবস্থানকারীর ভাষায়, “দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতিতে অবস্থান বিক্ষোভ করার পরেও রাজ্য সরকারের তরফ থেকে আলোচনায় বসার কোনরকম সদিচ্ছা প্রকাশ করা হয়নি। তাই এই পরিস্থিতিতে আন্দোলন আরো তীব্রতর করার জন্য পরিকল্পনা গ্রহণ করছি আমরা।” আগামী ২৩ শে আগস্ট বিধানসভা ও অভিযান কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। সমস্ত সরকারি কর্মচারী ও শিক্ষকদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে।

Show More
Back to top button