News

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগে ১০০ শতাংশই দুর্নীতি হয়েছে, জানালো সিবিআই

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ১০০% দুর্নীতি হয়েছে বলে জানালো সিবিআই। এছাড়াও আরো অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও নজির বিহীন দুর্নীতি হয়েছে।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

SSC Scam: রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অযোগ্যদের চাকরি দেওয়ার নতুন নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সিবিআই সূত্রে খবর পাওয়া গেছে, SSC-র গ্রুপ সি নিয়োগে প্রায় ১০০ শতাংশই দুর্নীতি করা হয়েছে।

সিবিআই তদন্তের ফলে জানা গেছে যে, দুর্নীতির প্রক্রিয়াটি চার রকম ভাবে পরিচালিত হয়েছে:

  • OMR জালিয়াতি: পরীক্ষার উত্তরপত্রের OMR শিটে জালিয়াতি করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।
  • তালিকায় না থেকে নিয়োগ: যোগ্যতার মানদণ্ড পূরণ না করেও অনেককে নিয়োগ দেওয়া হয়েছে।
  • মেয়াদ শেষ হওয়ার পরও প্যানেল থেকে নিয়োগ: নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অনেককে প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে।
  • আগের ব়্যাঙ্কের প্রার্থীকে চাকরি না দিয়ে ব়্যাঙ্কের পিছনে থাকা প্রার্থীকে চাকরি দেওয়া: যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।

সিবিআই তদন্তের ফলে জানা গেছে যে, এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় ১০০ শতাংশ জালিয়াতি হয়েছে। মোট ২,০৩৭ জন নিয়োগ হয়েছে গ্রুপ সি পদে। ৩,৪৮১ জনের OMR গন্ডগোলহয়েছে। তালিকায় না থেকে ১,৭১৫ জন নিয়োগ হয়েছে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে ৩৮১ জন নিয়োগপেয়েছে।

গ্রুপ ডি নিয়োগে মোট ৪৮৭৪ জন নিয়োগ হয়েছে, যেখানে OMR গন্ডগোলে ২৮২৩ জন, কোন তালিকা না থেকে ১৪১ জন এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে ৬০৭ জন নিয়োগ পেয়েছে।

নবম দশম নিয়োগে ১১ হাজার ৪২৫ জনের মোট নিয়োগ হয়েছে, যেখানে OMR গন্ডগোল ৯৫২জনের, কোনও তালিকায় না থেকে নিয়োগ ৫২ জন এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে ১৮৩ জনের নিয়োগ হয়েছে।

একাদশ-দ্বাদশ মোট নিয়োগ হয়েছে ৫ হাজার ৫০০ জনের। OMR গন্ডগোল ৯০৭ জনের। তালিকায় না থেকেও নিয়োগ পেয়েছেন ৭৮ জন। মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ হয়েছে ৩৯ জনের।  

অর্থাৎ প্রতিটি স্তরে নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে বলে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা অপেক্ষায় আছেন কবে এই দুর্নীতির শেষ হবে। দুর্নীতির শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগের অপেক্ষায় কয়েক লক্ষ চাকরিপ্রার্থী।

Show More
Back to top button