News

Supreme Court: রাজ্যের দুর্নীতি মামলায় দিশেহারা সুপ্রিম কোর্ট, মন্তব্য ডিভিশন বেঞ্চের

সোমবার সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তিনটি আলাদা মামলার শুনানি হয়েছে। গত কয়েক মাসেও একাধিক বেঞ্চে এই ধরনের মামলা দায়ের হয়েছে।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WB Recruitment Case: সুপ্রিম কোর্টে একের পর এক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি চলছে। এই নিয়োগ দুর্নীতি নিয়ে দিশেহারা দেশের শীর্ষ আদালত (Supreme Court)। এই বিষয়ে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এমনই মন্তব্যে করল। বললেন “আমরা বিভ্রান্ত, কোন মামলা শুনব, কোন মামলা শুনব না, সেটা বুঝতেই পারছি না।”

সুপ্রিম কোর্টের তিনটি আলাদা এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হচ্ছে। একাধিক মামলা দায়ের হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এতগুলো মামলার শুনানি হতে সময় লাগবে। তবে এখনো কোনও মামলারই শুনানি হয়নি।

সুপ্রিম কোর্টে তিনটি আলাদা এজলাসে আলাদা বিষয়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। গত কয়েক মাসেই সুপ্রিম কোর্টে এরকম একাধিক মামলায় একাধিক বেঞ্চে পিটিশন ফাইল হয়েছে। যার মধ্যে আছে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাইমারি সংক্রান্ত মামলা গুলি।

সুপ্রিম কোর্টের মতে, এতো গুলি মামলা থাকার কারণে এই সমস্ত মামলার শুনানি হতে অনেক সময় লাগতে পারে। সোমবার দুর্নীতি মামলার কোনো শুনানি হয়নি। ভবিষ্যতে একসঙ্গে সব মামলার শুনানি হবে। ভবিষ্যতে, একটি দিন স্থির করা হবে এবং সেই দিন সমস্ত বিষয় একসাথে শোনা হবে বলে জানা যাচ্ছে।

Show More
Back to top button