News

Swasthya Sathi: স্বাস্থ্য সাথী কার্ডের নতুন সুবিধা, উপকৃত হবেন সাধারণ মানুষ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড এর অবৈধ ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল। অবৈধ ব্যবহার বন্ধ হলে, সরকারের ব্যয় কমবে এবং নার্সিং হোম গুলি যথা সময়ে পেমেন্ট পাবে। এর ফলে সাথারণ রোগীদের ভর্তি নিতে নার্সিং হোম গুলি আগ্রহী হবে ।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পে নতুন নিয়ম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেক বেসরকারি নার্সিং হোম চিকিৎসা না করেও সরকারি বরাদ্দ টাকা তুলে নিচ্ছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত বিল চার্জ হচ্ছে। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের একাংশে এই অভিযোগআসছে। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপঘোষণা করল।

স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) পশ্চিমবঙ্গের জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বারা শুরু হয়েছে। এই কার্ডের ব্যবহারের ফলে রাজ্যের সাধারণ, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠী চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট সুবিধা পাচ্ছে। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা সেবা প্রদান করে। এই স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে, রাজ্যে ইতিমধ্যে ২ কোটিরও বেশি পরিবার চিকিৎসা পাচ্ছেন।

তবে ইদানিং লক্ষ্য করা গেছে, কিছু বেসরকারি নার্সিংহোমগুলি অবৈধভাবে এই কার্ডের ব্যবহার করছে। অনেকের বিরুদ্ধে অভিযোগ, রোগীকে ভর্তি না করিয়েই সরকারের কাছ থেকে টাকা তুলে নেয়া হচ্ছে। রোগীর কাছ থেকে অতিরিক্ত অর্থও চাওয়া হচ্ছে।

আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এবার থেকে একটি স্বাস্থ্য সাথী কার্ড বছরে দশ বারের বেশি জমা পড়লে এবং তার থেকে টাকা তোলা হলে সেই নার্সিংহোম ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। এমনকি তাদের লাইসেন্স বাতিল করে দেওয়াও হতে পারে। স্বাস্থ্য সাথী কার্ড এর এই অবৈধ ব্যবহার রুখতেই এইরকম করা ব্যবস্থা নিয়েছে সরকার।

নার্সিংহোম গুলির এরূপ অবৈধ কার্ডের ব্যবহার বন্ধ হলে সাধারণ মানুষের সুবিধা (New Benefits of Swasthya Sathi) হবে। কারণ এর ফলে সরকারের স্বাস্থ্য সাথীর খরচ অনেক কমবে এবং সাধারণ মানুষের যে অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড নাকি অনেক নার্সিংহোম গ্রহণ করছে না তা হয়তো মিটবে। কারণ এই ভুয়ো বিলগুলি বন্ধ হলে সরকার স্বাভাবিকভাবে নার্সিংহোমগুলিকে পেমেন্ট করতে পারবে। এবং নার্সিংহোমগুলিও সাধারণ মানুষকে ভর্তি করার জন্য আগ্রহী হবে।

Show More
Back to top button