News

পুজোর আগেই ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা দেবে রাজ্য, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কিভাবে আবেদন করবেন দেখুন

ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ১০০০০ টাকা করে দেওয়া হবে এই বছর পূজোর আগেই।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Taruner Swapna: আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উন্নতিকল্পের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পড়ুয়াদের উন্নতিকল্পে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যার মধ্যে রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী ও অন্যান্য স্কলারশিপ এবং প্রকল্পগুলি। এবার রাজ্যের পড়ুয়াদের জন্য ১০ হাজার টাকা দেয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

কোভিড পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যাতে কোনঅসুবিধে না হয় তার জন্য ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “তরুণের স্বপ্ন” (Taruner Swapna) প্রকল্প ঘোষণা করেছিলেন। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

তরুণের স্বপ্ন প্রকল্পে কেবলমাত্র দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। যেসব পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম তাদের জন্য এই প্রকল্পের সুবিধা উপলব্ধ। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা নিজের স্কুলে আবেদন জানাতে পারবেন। বিদ্যালয় থেকে দেওয়া নির্দিষ্ট ফর্মের মধ্যে আবেদন পূরণ করে জমা করতে হবে। ফর্মের সাথে ব্যাংক একাউন্টের ডিটেলস জমা করতে হবে। পড়ুয়ার নিজের নামের ব্যাংক অ্যাকাউন্টেই এই ১০ হাজার টাকা জমা হবে। সরাসরি হাতে টাকা দেওয়া হয় না। উক্ত পদ্ধতিতে টাকা পাওয়ার পর স্মার্টফোন বা ট্যাব কিনে তার রশিদ বিদ্যালয়ে জমা করতে হবে।

এ বছরও তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হবে। এ বছর এই টাকা পুজোর আগেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ উদ্যোগে ছাত্রছাত্রীরা অবশ্যই খুশি।

Show More
Back to top button