Finance News

UPI Payment: PhonePe, Google Pay-তে টাকা পাঠানোর নিয়মে বিরাট পরিবর্তন, দেখে নিন বিস্তারিত

UPI Payment করার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনলো RBI, দেখুন বিস্তারিত এখানে।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

UPI Payment: অনলাইনে টাকা লেনদেনের ব্যাপারে UPI এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। নগদ টাকা পয়সা লেনদেনের বিকল্প হিসেবে অনেকেই অনলাইন পেমেন্ট হিসাবে UPI বেছে নেন। আবার করোনাকালীন সময় থেকে UPI পেমেন্ট ব্যবহারকারীর সংখ্যা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এবার UPI পেমেন্ট এর বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো National Payments Corporation of India (NPCI)।

UPI পেমেন্ট করার অপশন এখন সামান্য ছোট দোকান থেকে শপিং মল, পেট্রোল পাম্প সহ সর্বত্র সহজলভ্য। কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই টাকা পেমেন্ট করে দেওয়া যায়। অন্যান্য পেমেন্ট অপশন এর চেয়ে এই পেমেন্ট অপশন অনেক বেশি সুরক্ষিত। তাই দিনে দিনে PhonePe, Google Pay, PayTM, Amazon Pay ইত্যাদি UPI Payment অ্যাপসগুলির ব্যবহারও অনেক বেড়েছে।

তবে UPI Payment System এর অন্যতম একটি সমস্যা হল PIN নাম্বার ভুলে যাওয়া। পেমেন্ট করার সময় তাড়াতাড়ির মধ্যে পিন নাম্বার ভুলে গেলে ব্যবহার করে কি অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়াও আরও একটি সমস্যা হল ইন্টারনেটের খারাপ কানেকশন। মোবাইলের ইন্টারনেট সংযোগ না থাকলে অথবা ব্যাংকের তরফ থেকে সার্ভারের সমস্যা হলে পেমেন্ট করা যায় না।

এইসব সমস্যাগুলি দূর করার জন্য চালু হয়েছে UPI Lite পরিষেবা। এর মাধ্যমে ব্যবহারকারী পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট কানেকশন ছাড়াই। এছাড়াও UPI Lite ব্যবহার করে পেমেন্ট করার জন্য কোন পিন এন্টার করতে হবে না। পূর্বে এই পদ্ধতিতে ২০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যেত। সম্প্রতি RBI ইউপিআই লাইট ব্যবহার করার পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে। অর্থাৎ এখন ইন্টারনেট বিহীন ভাবে সর্বাধিক ৫০০ টাকা পর্যন্ত কোনরকম PIN ছাড়াই পেমেন্ট করা যাবে।

Show More
Back to top button