Recruitment News

Upper Primary: উচ্চ প্রাথমিক কাউন্সেলিং এর জন্য নতুন পদ্ধতি চালু হলো, স্বচ্ছতা বাড়াতে এই উদ্যোগ কমিশনের

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এর জন্য নতুন উদ্যোগ নিল। দুর্নীতি এড়াতে এই নতুন উদ্যোগ নিয়েছে কমিশন।

Upper Primary: ৬ নভেম্বর সোমবার থেকে উচ্চ প্রাথমিকের জন্য কাউন্সেলিং শুরু হচ্ছে৷ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) শুরু থেকেই নিয়োগে স্বচ্ছতার বিষয়ে সতর্ক। এবার কাউন্সেলিং এর জন্য নয়া উদ্যোগ গ্রহণ করল স্কুল সার্ভিস কমিশন। প্রথম পর্যায়ে, ৯০০০ চাকরি প্রার্থীদের কাউন্সেলিং হবে। আদালতের নির্দেশে এই কাউন্সেলিং শুরু হচ্ছে। ৬ নভেম্বর থেকে শুরু হতে চলা এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এর জন্য কি নতুন ব্যবস্থা করল কমিশন দেখুন।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) সূত্রে খবর, কাউন্সেলিং চলাকালীন, বড় পর্দার মাধ্যমে স্কুল অ্যালার্ট দেওয়া হবে। এছাড়া কমিশনের পক্ষ থেকে সব তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে। প্রার্থীদের সুপারিশের চিঠি দিতে না পারলেও স্বচ্ছতার প্রমাণ হিসেবে তাদের একটি সম্মতিপত্র দেওয়া হবে। এই সম্মতি পত্রে উল্লেখ থাকবে তিনি কোন স্কুলটি বেছে নিয়েছেন। পরে আদালত অনুমতি দিলে এই সকল প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফা কাউন্সেলিং চলবে সোমবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। ১৩ হাজারেরও বেশি চাকরি প্রার্থী কাউন্সেলিং এর মাধ্যমে স্কুল বেছে নেবেন। স্কুল নির্বাচনের জন্য কাউন্সেলিং রুমের বাইরে অপেক্ষমাণ প্রার্থীরা বেশ কয়েকটি বড় পর্দার মাধ্যমে তাদের পূর্ববর্তী প্রার্থী কোন স্কুল এবং বিষয় নির্বাচন করেছে তা দেখতে সক্ষম হবেন। কোন স্কুল এখনও বাকি আছে সে বিষয়েও তথ্য দেওয়া হবে।

এসএসসির নবনির্মিত ভবনে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত হবে। কাউন্সেলিং করার আগে, প্রার্থীদের তাদের নথিপত্র পরীক্ষা করা হবে। সেখানে এসএসসি প্রশিক্ষণ থেকে ডিগ্রি, এমনকি কাস্ট শংসাপত্র পর্যন্ত সবকিছু যাচাই করবে, মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের বাছাই করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া সকাল ১০টায় শুরু হবে, প্রত্যেক প্রার্থীকে সকাল ৯টার মধ্যে আসতে বলা হয়েছে।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button