News

Virtual Durga Puja: এবার বাড়িতে বসেই ৩৬০ ডিগ্রী ক্যামেরায় তোলা কলকাতার বড় পূজাগুলি ভার্চুয়ালি দেখে নিন, লিংক এখানে

উৎসবের মরশুমে বাড়িতে বসেই কলকাতার বিখ্যাত পূজা গুলি ভিড় এবং লাইন এড়িয়ে ভার্চুয়াল ভাবে দেখে নিতে পারেন।

Virtual Durga Puja: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এখন এই উৎসবের মেজাজে মশগুল হয়ে আছে সমগ্র বাংলা। পথে ঘাটে বাঙালির ভিড় দেখা যাচ্ছে দুর্গা মন্ডপের দিকে। মহালয়ার পর থেকেই বীর লক্ষ্য করা গেছে কলকাতার বিভিন্ন পূজা মন্ডপগুলিতে। তবে যে সমস্ত মানুষ ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে পূজা দেখতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো। বাড়িতে বসেই স্মার্ট ফোন কিংবা কম্পিউটারে ৩৬০ ডিগ্রী ক্যামেরায় (360 Degree View) তোলা ভার্চুয়াল পূজা মন্ডপের পরিক্রমা করে নিতে পারবেন।

এবারের ২০২৩ সালের দূর্গা পূজোর জন্য ThePuja.App নিয়ে এসেছে কলকাতার বিখ্যাত পূজা গুলির ভার্চুয়াল পরিক্রমা। এই ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই নিজের স্মার্টফোন থেকে কিংবা ল্যাপটপ থেকে বাড়িতে বসেই প্যান্ডেল এবং প্রতিমা খুব কাছ থেকে দেখে নিতে পারবেন। ভার্চুয়াল পূজা পরিক্রমা উপহার দেওয়ার জন্য অনেকেই উপকৃত হচ্ছেন।

যারা নানা কারণে কলকাতার বড় পূজা মন্ডপে গিয়ে পূজা গুলি লাইনে দাঁড়িয়ে দেখতে পারছেন না তাদের জন্য এটা একটি বড় সুখবর। এখন মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই কলকাতার বিখ্যাত পূজা গুলি দেখে নিতে পারবেন।

যে সমস্ত পূজা গুলি এই ওয়েবসাইটের মাধ্যমে উপলব্ধ আছে সেগুলি হল- শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, শিব মন্দির দুর্গাপূজা, চেতলা অগ্রণী দুর্গাপূজা, বাদামতলা আশার সংঘ, নাকতলা উদয়ন সংঘ, হাজরা পার্ক সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব, হাতিবাগান নবীন পল্লী এবং আরো মোট ৩৫ টির বেশি বিখ্যাত পূজা মন্ডপ।

কিভাবে দেখবেন এই ভার্চুয়াল দূর্গা পূজা?

২০২৩ সালের ভার্চুয়াল দুর্গাপূজা দেখার জন্য https://thepuja.app/ এই ওয়েবসাইট ওপেন করতে হবে। ওয়েবসাইট ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন একের পর এক পূজা মন্ডপের নাম। এবং এই নাম বা থাম্বনেইল এর উপর ক্লিক করে সরাসরি পৌঁছে যাবেন ভার্চুয়াল পূজা মন্ডপের ভেতর। এরপর স্ক্রিনের নির্দেশ মেনে ক্লিক করে উপভোগ করতে পারবেন এই সকল পূজা মন্ডপের দৃশ্যগুলি।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button