WB DA Case Update: চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানো নির্দেশ আদালতের
দীর্ঘদিন ধরে চলা মামলার নিষপত্তি হলো। এবার হাইকোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে ডিএ প্রদান করতে হবে।
WB DA Case Update: দীর্ঘদিন ধরে চলা ডিএ মামলার রায় প্রকাশিত হলো। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ ১৩ বছর কলকাতা হাইকোর্টের মামলা চলার পর অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছে সরকারি কর্মচারী।
রেখা আগারওয়াল নামের এক শিক্ষিকা ২০১০ সালে শিক্ষিকা হিসাবে যোগদান বড়বাজারের একটি সরকারি স্কুলে। কিন্তু তাকে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছিল না। এর কারণ হিসেবে বলা হয়েছিল ওনার চাকরিতে যোগদান করার বয়স সীমা পেরিয়ে গেছে। এর পরেই ওই শিক্ষিকা হাইকোর্টে মামলা দায়ের করেন। কলকাতা হাইকোর্ট জেলা স্কুল পরিদর্শক কে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এই নির্দেশ সঠিকভাবে পালন করেনি বলে অভিযোগ।
পরিস্থিতির সমাধান না হওয়ায় তৃতীয়বারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। ২০২১ সালে তিনি মামলা দায়ের করেন আবার। এই মামলা নিষ্পত্তি হতে বেশ কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত জয়লাভ করলেন শিক্ষিকা রেখা আগরওয়াল। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকার বকেয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে।