Dearness Allowance

WB DA News: সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

মহার্ঘ ভাতা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WB DA News: মহার্ঘ ভাতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন। কেন্দ্র সরকার কর্মচারীদের বছরে দুইবার DA দেয়। এবারও আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। সেই প্রসঙ্গেই বুধবার ঝাড়গ্রামের জনসভা থেকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, ‘কেন্দ্রীয় সরকার শুধু ভোটের আগে তাদের কর্মীদের ডিএ বাড়িয়ে দেয়। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরি ও রাজ্য সরকারি কর্মীদের চাকরির মধ্যে পার্থক্য আছে। কেন্দ্রীয় সরকারের চাকরির পলিসি আলাদা। রাজ্য সরকারের চাকরির পলিসিও আলাদা। কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে। কেন্দ্র রাজ্য সরকারকে স্কলারশিপের টাকা দিচ্ছে না। রাস্তার টাকা দিচ্ছে না। সেই টাকা দিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ দিচ্ছ। উপরতলার মানুষদের সন্তুষ্ট করার জন্য।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তুমি একশ দিনের টাকা দিচ্ছ না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না। রাস্তার টাকা দিচ্ছ না। স্কলারশিপের টাকা দিচ্ছ না। তাই দিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ পাইয়ে দিচ্ছ। তাদের সন্তুষ্ট করার জন্য। যাতে ওপরওলাদের সন্তুষ্ট রাখা যায়। আর নিম্নতলার মানুষদের শোষণ করা যায়। আমরা তাই বলছি সবাইকে দাও।আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না।’

মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্র একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না তাই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারছে না। তাছাড়া যেহেতু কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাংক আছে তাই তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেশি বেশি দিয়ে DA দিতে পারছে। অপরদিকে কর্মচারী মহলের দাবি কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়।

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) মেনে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন। । কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন।

Show More
Back to top button