Recruitment News

WB Teacher Recruitment: রাজ্যে ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে হাইকোর্ট নির্দেশ দিল? সঠিক তথ্য জানুন

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেখুন পূর্ণাঙ্গ সত্য।

WB Teacher Recruitment: রাজ্যে ৫৮ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনেক নিউজ পোর্টালে এই রকম খবর পরিবেশিত হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন এই খবর কতটুকু সত্য? চলুন দেখে নেওয়া যাক এই খবর কতটা সত্য।

আসলে যে খবর শেয়ার করা হচ্ছে তা অর্ধেক সত্য। কলকাতা হাইকোর্ট ৫৮ হাজার শিক্ষকের তালিকা প্রকাশ করতে বললেও এটা নতুন কোনো নিয়োগ নয়। ২০১৭ এবং ২০২২ সালে TET পরীক্ষায় যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। যা চলতি বছরের ৩ নভেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ।

২০১৬, ২০২০ নিয়োগ প্রক্রিয়া প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশ করতে হবে। ফলে ৫৮ হাজার শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুনানিতে প্রাথমিক শিক্ষা বোর্ডকে বলেছে যে বিচারপতি অমৃতা সিনহার আদেশ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা বোর্ডকে ৩ নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। এক্ষেত্রে বোর্ডকে প্রার্থীদের নম্বর বণ্টনসহ প্যানেল প্রকাশ করতে হবে।

এর আগে বিচারপতি অমৃতা সিনহা ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। অনিয়মের কারণে চাকরির অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করা হয়। এই শিক্ষকরা TET পাশ না করেই চাকরি পেয়েছেন। সিবিআই এবং প্রাথমিক শিক্ষা বোর্ডের রিপোর্টের ভিত্তিতে এই চাকরি বাতিল করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা বোর্ডকে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBBPE)। ৩ নভেম্বরের মধ্যে প্রায় ৫৮ হাজার প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা প্রকাশের কথা রয়েছে। ডিভিশন বেঞ্চ সেই আদেশ বহাল রাখে। অর্থাৎ ৫৮ হাজার শিক্ষকের তালিকা প্রকাশ করা হলেও নতুন নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি হাইকোর্ট।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button