Recruitment News

WB TET: ২০২২ প্রাইমারি টেট পাস প্রার্থীদের নিয়োগ কবে হবে? জানালেন গৌতম পাল

প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WB TET: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল গত ১১ ই ডিসেম্বর ২০২২ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তত্ত্বাবধানে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন খুব শীঘ্র নিয়োগ করা হবে ঠিক ২০২২ উত্তীর্ণ পরীক্ষার্থীদের। কিন্তু এখনো পর্যন্ত নিয়ম সংক্রান্ত কোনো খবর না এলেও এদিন গৌতম পাল (Goutam Pal) টেট ২০২২ উত্তীর্ণ প্রার্থীদের নিয়ম সম্পর্কে আশার খবর শোনালেন।

২০২২ সালের প্রাথমিক টেট (2022 Primary TET) পরীক্ষায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী পাস করেছেন। ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন দ্রুত নিয়োগের জন্য। আবার ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে আপাতত সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে এই নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ফলে ২০২২ এর উত্তীর্ণ প্রার্থীরা সঠিক সদুত্তর পাওয়ার জন্য পর্ষদের দ্বারস্থ হন।

জানা যাচ্ছে, ২০২২ টেট উত্তীর্ণ আন্দোলনকারী প্রার্থীদের মধ্য থেকে চারজন সদস্যের সাথে পর্ষদ সভাপতি গৌতম পাল দেখা করেন। তাদের সাথে কথা বলে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই এই বছরের শেষের দিকে ২০২২ ডেট উত্তীর্ণ প্রার্থীদের থেকে নিয়োগ শুরু হবে। তবে চলতি নিয়ম প্রক্রিয়া যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে স্থগিত রয়েছে তাই স্থগিতাদেশ উঠলে তবেই নিয়োগ পদ্ধতি পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে পর্ষদ সভাপতি বলেন আমাদের ইচ্ছা থাকলেও এখনই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছি না।

তবে আশা করা যাচ্ছে যত দ্রুত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠবে তত দ্রুতই পর্ষদ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। নতুন নিয়োগের পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ তৈরি করা হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।

Show More
Back to top button