News

WBBPE: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির দ্রুত নিস্পত্তি, বাতিল হবে নাকি বহাল থাকবে

সুপ্রিম কোর্ট হাইকোর্টকে সে মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন একটি বেঞ্চ আবার কলকাতা হাইকোর্টকে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতেবলল। মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে, সেই সময় সুপ্রিম কোর্ট ওই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে সে মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এর আগে হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টে এসেছিলেন। এখন সেটিই আবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) নিয়ে এসেছে। তাই পূর্বের নির্দেশই বহাল থাকছে । অর্থাৎ ৭ই জুলাই এর নির্দেশই পুনরায় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৭ সালে চাকরি পাওয়া ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আপাতত বহাল থাকবে।হাইকোর্টের শুনানিতে যা হবে তা প্রাথমিকভাবে মেনে নিতে হবে। যদি কলকাতা হাইকোর্টের রায় নিয়ে খুশি না হয় চাকরি প্রার্থীরা তাহলে তাঁরা আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে।

Show More
Back to top button