News

WBBPE: D.El.Ed এ ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ, PDF Download

প্রাথমিক শিক্ষা পর্ষদ ডি.এল.এড প্রশিক্ষণ পাঠক্রমে ভর্তির মেধা তালিকা প্রতিষ্ঠানগুলিতে ফরওয়ার্ড করেছে।

WBBPE: ২০২৩-২০২৫ শিক্ষা বর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed) কোর্সে ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। বেশ কয়েক মাস আগে থেকেই ২০২৩-২০২৫ শিক্ষা বর্ষে d.el.ed কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছিল। বেশ কয়েকবার বাড়ানোও হয়েছে আবেদনের সময়সীমা।

৮ নভেম্বর তারিখের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষের ডি এল এড পাঠক্রমে ভর্তির জন্য আবেদনের মেধা তালিকা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের লগিনে ফরওয়ার্ড করা হয়েছে। উপযুক্ত নির্দেশিকা মেনে শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি এই মেধালিকা ব্যবহার করবেন।

মেধা তালিকার সাথে যে সমস্ত নির্দেশিকা প্রদান করা হয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে ডি এল এড প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে। ২০২৩-২০২৫ সালের ভর্তির জন্য এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে এমনটাই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এখানে:-

D El Ed Admission Merit list Forward to institute
D El Ed Admission Merit list Forward to institute

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে বিজ্ঞপ্তি টি ডাউনলোড করে নিতে পারেন।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button