News

WBBPE: ডিএলএড পরীক্ষার দিন বদল, সঙ্গে নতুন নির্দেশ দিল পর্ষদ

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

D.El.Ed: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) পূর্বনির্ধারিত ডিএলএড (Diploma in Elementary Education) পরীক্ষার দিন পরিবর্তন করল। ২৮শে আগস্ট থেকে ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের পার্ট ওয়ানের থিওরি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে। কিন্তু এই দিন পরিবর্তন করে এখন ১ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে আরো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে।

২০২১-২৩ শিক্ষাবর্ষে অফলাইন মোডে ডিএলএড এর প্রথম বর্ষের প্রথম পরীক্ষা অর্থাৎ চাইল্ড স্টাডিজ (CC-1) শুরু হওয়ার কথা ছিল ২৮ আগস্ট ২০২৩। কিন্তু এই দিন পরিবর্তন করে চাইল্ড স্টাডিস পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার। পর্ষদের তরফ থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি ঘোষণা করে এমনটাই জানানো হয়েছে।

এর সাথে অন্যান্য বিষয়গুলির ও পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার প্রথম ভাষার পরীক্ষা হবে। ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা হবে এবং ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার গণিত বিষয়ের পরীক্ষা হবে। এই সকল পরীক্ষাই হবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত।

Revised Routine for D.El.Ed Exam by WBBPE
Revised Routine for D.El.Ed Exam by WBBPE

এর সাথে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৯-২১ এবং ২০২০-২২ শিক্ষাবর্ষের কন্টিনিউয়িং/সাপ্লিমেন্টারি প্রার্থীদের তথ্য ওয়েব সাইটে আপলোড করা হয়েছে যার ফলে তারা ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের সাথে পার্ট ওয়ান পরীক্ষার আবেদন পত্র পূরণ করতে পারবে।

Show More
Back to top button