WBBPE: ডিএলএড পরীক্ষার দিন বদল, সঙ্গে নতুন নির্দেশ দিল পর্ষদ
D.El.Ed: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) পূর্বনির্ধারিত ডিএলএড (Diploma in Elementary Education) পরীক্ষার দিন পরিবর্তন করল। ২৮শে আগস্ট থেকে ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের পার্ট ওয়ানের থিওরি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে। কিন্তু এই দিন পরিবর্তন করে এখন ১ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে আরো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে।
২০২১-২৩ শিক্ষাবর্ষে অফলাইন মোডে ডিএলএড এর প্রথম বর্ষের প্রথম পরীক্ষা অর্থাৎ চাইল্ড স্টাডিজ (CC-1) শুরু হওয়ার কথা ছিল ২৮ আগস্ট ২০২৩। কিন্তু এই দিন পরিবর্তন করে চাইল্ড স্টাডিস পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার। পর্ষদের তরফ থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি ঘোষণা করে এমনটাই জানানো হয়েছে।
এর সাথে অন্যান্য বিষয়গুলির ও পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার প্রথম ভাষার পরীক্ষা হবে। ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা হবে এবং ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার গণিত বিষয়ের পরীক্ষা হবে। এই সকল পরীক্ষাই হবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত।
এর সাথে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৯-২১ এবং ২০২০-২২ শিক্ষাবর্ষের কন্টিনিউয়িং/সাপ্লিমেন্টারি প্রার্থীদের তথ্য ওয়েব সাইটে আপলোড করা হয়েছে যার ফলে তারা ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের সাথে পার্ট ওয়ান পরীক্ষার আবেদন পত্র পূরণ করতে পারবে।