Recruitment News

[PDF] WBBPE: বাতিল হওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ্যে এলো, এখান থেকে PDF ডাউনলোড করুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। এবার ওই সকল প্রার্থীদের নাম , প্রকাশ্যে এলো।

WBBPE: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সমস্ত শিক্ষক প্রাথমিক টেট পরীক্ষায় পাস না করেই দীর্ঘ ৭ বছর চাকরি করছিলেন। এবার তাদের তালিকা প্রকাশিত হলো। ২০১৪ এবং ২০১৬ সালের টেট পরীক্ষায় নিয়োগ হওয়া প্রার্থীদের মধ্যে এই সমস্ত প্রার্থীদের নাম রয়েছে। এই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করার নির্দেশিকা বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিকে টেট পরীক্ষায় না পাস করেই চাকরি করা ৯৪ জন শিক্ষকদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। সিবিআই (CBI) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করে।

অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়া ৯৬ জনকে সনাক্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদের সকলকে টেট পাস করার নথিপত্র নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে। এদের মধ্যে ৯৪ জন কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। এরপরেই ওই ৯৪ জন প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন বিচারপতি।

এই সকল শিক্ষকদের তালিকা ইতিমধ্যেই ডিপিএসসি (DPSC) চেয়ারম্যানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হয়ে গেছে। নিচের লিংকে ক্লিক করে প্রার্থীদের নামের তালিকা ডাউনলোড করে নিতে পারেন।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button