Recruitment News

Breaking News: নম্বর কারচুপি করে ৯৬ জন চাকরি করছেন, নাম প্রকাশ করল পর্ষদ, বড় প্রশ্ন তুললেন বিচারপতি

এর আগে ২৫৬ জনের নাম প্রকাশ্যে এসেছিল। এবার আরো ৯৬ জনের নাম প্রকাশ্যে এলো।

Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় বেরিয়ে এল বড় খবর। নম্বর কারসাজি করে ৯৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। আজ আদালতে রিপোর্ট জমা দিল দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। এর আগে ২৫৬ জনের নাম প্রকাশ্যে এসেছিল। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিং নির্দেশ দিয়েছিলেন যে বেআইনিভাবে নিয়োগ করা লোকদের তালিকা বোর্ড থেকে সিবিআই এবং ইডি-কে হস্তান্তর করতে হবে। বোর্ড তালিকা যাচাই-বাছাই করে রিপোর্ট জমা দিল।

যদি আসল উত্তরপত্র (OMR Sheet) না থাকে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সিবিআইয়ের (CBI) দেওয়া রিপোর্টগুলি যাচাই করল? বৃহস্পতিবার এই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং। তিনি প্রশ্ন তোলেন, “আপনি কীভাবে জানলেন কারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন?” আপনি কীভাবে যাচাই করলেন? আপনি বলেছেন, যেখানে আসল উত্তরপত্র নেই।

বোর্ডে জমা দেওয়া সিবিআই রিপোর্টে বেআইনিভাবে নিযুক্ত ব্যক্তিদের তালিকা রয়েছে। সেই তালিকা অনুসারে, 96 জন নিয়োগপ্রাপ্ত ছিলেন যারা ২০১৪ সালে টেট পাস করেননি। প্রশিক্ষণ না নিয়েও ৪৬ জন টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। বোর্ড সিবিআই রিপোর্ট যাচাই করে হাইকোর্টে জমা দেয়।

বিচারকের আরও প্রশ্ন, ডিজিটালাইজড কপি মূল উত্তরপত্রের সাথে মেলে না। তা হলে যাচাই হল কিভাবে? কাউন্সিলের আইনজীবী বলেন, যেকোনো নথিতে ‘কারচুপি’ করা যেতে পারে। তাহলে প্রশ্ন উঠছে সিবিআই রিপোর্টকে কীভাবে নিশ্চিত করছে বোর্ড। মামলাকারীদের প্রশ্ন ও উত্তরপত্র নষ্ট করা হয়েছে। যাই হোক না কেন, যে প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, হার্ডডিস্ক তো থাকবেই। যদি তাই হয়, তা কোথায়?

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button