Recruitment News

WBCS Prelims 2023 New Date: WBCS প্রিলি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হল, কখন অ্যাডমিট কার্ড পাওয়া যাবে?

WBCS পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অ্যাডমিট কার্ড কবে পাবেন দেখুন।

WBCS Prelims 2023 New Date: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে। এ বছরের শেষ নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশন গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিম (WBCS Prelims 2023) পরীক্ষা ১৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষার কয়েক সপ্তাহ আগে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in থেকে প্রিলিম পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তবে অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ এখনো ঘোষণা করেনি কমিশন। এমতাবস্থায় কবে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে তা জানতে কমিশনের ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

প্রসঙ্গত, মনে করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশন প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ মার্চ-এপ্রিলের মধ্যে পরিচালিত হতে পারে। কিন্তু পরবর্তীতে অনেক রিপোর্টে দাবি করা হয় যে এ বছরের প্রিলিম জুন-জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। পরে পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে বলে যে এই বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের প্রিলিম ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে দিন ঘোষণার কয়েকদিন পর ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়। প্রার্থীরা আবার বিভ্রান্তিতে পড়েন। এমন পরিস্থিতিতে, কমিশন গতকাল একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে ২০২৩ সালের প্রিলিম পরীক্ষা ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। প্রিলিমের ফলাফলের পরে মেন্স এর তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রিলি২০২২-এর ফলাফল এই বছরের আগস্টে প্রকাশিত হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসে মেন্স পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালের পরীক্ষার সমস্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কিন্তু এরই মধ্যে ২০২৩ সালের পরীক্ষা নিয়েধোঁয়াশা জমে উঠতে শুরু করেছে। অবশেষে চলতি বছরের প্রথম পর্বের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কমিশন।

Join Telegram groupJoin Now
Join WhatsApp ChannelJoin Now

Related Articles

Back to top button