WBCS Result [PDF]: ডব্লিউবিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করল পি এস সি, দেখুন নামের লিস্ট
WBPSC 2021 সালের WBCS পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করল। দেখুন কাট অফ মার্কস, ও ডাউনলোড করুন বিস্তারিত রেজাল্ট।
WBCS Result: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২১ সালের WBCS পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করল। পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নাম্বার A- 164- P.S.C.(A) অনুযায়ী গ্রুপ এ এবং A- 165 -P.S.C.(A) অনুযায়ী গ্রুপ বি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। সঙ্গে কাট অফ মার্কস ও প্রকাশিত হলো।
গ্রুপ এ পরীক্ষাটি সাধারণত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) WBCS (Exe) ক্যাটাগরির জন্য হয়। এবার এই পরীক্ষার মাধ্যমে মোট ৯২ জন চাকরি পেলেন। এর মধ্যে কারা কোন ডিপার্টমেন্টের জন্য নির্বাচিত হয়েছেন তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
গ্রুপ এ সার্ভিসের জন্য অসংরক্ষিত শ্রেণীর কাট অফ মার্কস হয়েছে ১০৫১.৮১, ওবিসি(এ) ক্যাটাগরির কাট অফ মার্কস ১০১৩.৮১, ওবিসি (বি) শ্রেণীর কাট অফ মার্কস ১০২৭.৭৯ এবং অন্যান্য শ্রেণীর কাট অফ মার্কস নিচে দেওয়া হল:-
গ্রুপ বি পরীক্ষাটি সাধারণত পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এর জন্য হয়ে থাকে। এবারে এই পরীক্ষায় মোট ২৪ জন উত্তীর্ণ হয়েছেন। এই সমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এর জন্য নির্বাচিত হয়েছেন। গ্রুপ বি সার্ভিস এর জন্য এবারের কাট অফ মার্কস নিচে দেওয়া হল-
নিচের লিংক থেকে ডব্লিউবিসিএস রেজাল্ট (WBCS Result) পিডিএফ কপি ডাউনলোড করে নিন-
Group- A
https://wbpsc.gov.in/Download?param1=20230825154645_GRB.pdf¶m2=advertisement
Group-B
https://wbpsc.gov.in/Download?param1=20230826085949_WBCS22B.pdf¶m2=advertisement