Govt Orders

WBFIN: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের গ্রাচুইটির পরিমাণ ২০ লাখ টাকা হল, দেখুন নবান্নের বিজ্ঞপ্তি

অবসরের সময় পশ্চিমবঙ্গের এই সমস্ত সরকারি কর্মচারীগণ ২০ লক্ষ টাকা গ্র্যাচুয়েটির টাকা পাবেন। আগেই অবসর গ্রহণকারী কর্মচারীরা এরিয়ার হিসেবে এই টাকা পেয়ে যাবেন।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WBFIN: রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্রাচুইটির পরিমাণ বাড়ানো হলো। উপকৃত হবেন বেশ কয়েকটি দপ্তরের রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এই বর্ধিত গ্রাচুইটি এরিয়ার হিসেবেও পাওয়া যাবে। রাজ্যের বেশ কিছু সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা এবং কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মীদের ঊর্ধ্বসীমা বাড়ালো রাজ্য সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN) এর ওয়েবসাইটে।

সর্বোচ্চ গ্রাচুইটির পরিমাণ ২০ লক্ষ টাকা করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী ১৯৭২ সালের গ্রাচুইটি আইনের আওতাধীন আছেন তারা এই সুবিধা পাবেন। এই নির্দেশ কার্যকর হবে ২৯ মার্চ ২০১৮ থেকে। এই সময়ের মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন তারা এরিয়ার হিসাবে বাকি টাকা পেয়ে যাবেন।

যদিও রাজ্য সরকারি কর্মচারীদের সর্বাধিক গ্রাচুইটির পরিমাণ ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছিল রোপা ২০১৯ অনুসারে। গ্রাচুইটির হিসাব হয় চাকরির সময় কাল, এবং শেষ মাসে পাওয়া বেতন (Emoluments) এর ভিত্তিতে। রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৩৩ বছরের গ্রাচুইটি পেয়ে থাকেন। আবার এই পরিমাণ 12 লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ।

Order for Gratuity Amount of 20 lakh
Order for Gratuity Amount of 20 lakh

প্রসঙ্গ অর্থ দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী কিছু সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা, কর্পোরেশন এর ক্ষেত্রে এই গ্রাচুইটির পরিমাণ ২০ লক্ষ টাকা করা হলো। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রাচুইটির পরিমাণ এখন ২০ লক্ষ টাকা। এই বিষয়ে কর্মচারী মহলে দাবি উঠছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীর অবসরকালীন গ্রাচুইটির পরিমাণ যেন ২০ লক্ষ টাকা করা হয়।

Show More
Back to top button