WBPSC: পিএসসির কয়েক হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, আবেদন শুরু বুধবার থেকে
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
WBPSC Food SI: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন গ্রহণ শুরু করছে। এই পদের জন্য কয়েক হাজার শুন্য পদ থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) মে মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে এই মর্মে।
বৃহস্পতিবার নতুন একটি ঘোষণা পত্র প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission), যেখানে বলা হয়েছে, পূর্বের বিজ্ঞপ্তির (04/2023) পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন শুরু হবে ২৩ আগস্ট ২০২৩, বুধবার থেকে।
তবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বছরের সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ২৩ শে আগস্ট ২০২৩ অর্থাৎ ফরম পূরণের শুরুর দিনের আগেই। ওই বিজ্ঞপ্তিতেই যোগ্যতা, বয়সসীমা, ফরম পূরণের শেষ দিন, আবেদন পদ্ধতি, আবেদন পূরণের ফ্রিজ, মোট শূন্য পদ, বেতন ক্রম ইত্যাদি বিষয় সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।
এই বিজ্ঞপ্তি অনুসারে শুধু এটুকুই বলা হয়েছে ২৩ শে আগস্ট বুধবার থেকে ফুড সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু হবে। অনেকদিন পর পশ্চিমবঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় আশার আলো দেখতে পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।