Recruitment News

Upper Primary: দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে, পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হতে পারে

শেষ হতে চলেছে ৯ বছরের অপেক্ষা, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ শুরু হতে পারে। আদালতের নির্দেশে এসএসসি মেধা তালিকা প্রকাশ করেছে। সেই মেধা তালিকা নিয়ে অভিযোগ জানানোর জন্য সময় দিল কলকাতা হাইকোর্ট।

স্কুল সার্ভিস কমিশন (SSC) ১৩,৩৩৯ জনের মেধা তালিকা প্রকাশ করেছে। এসএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কমিশনে সব অভিযোগ জমা দেওয়া হয়েছে। সোমবার থেকে তার জবাবও তৈরি শুরু করেছে কমিশন। জানা গেছে, মোট অভিযোগের সংখ্যা কুড়িটিরও কম। আর এসব অভিযোগের অধিকাংশেরই কোনো কোনো ভিত্তি নেই। কমিশন আগামী ২৫ সেপ্টেম্বর শুনানির জন্য এই বিষয়টি উল্লেখ করতে যাচ্ছে। এ বিষয়ে গত সপ্তাহে হাইকোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে শিগগিরই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি লক্ষণীয় যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিজেই কমিশনের তৈরি করা উত্তরগুলি নিয়ে হাইকোর্টে প্রশ্ন করবেন। অভ্যন্তরীণ খবর অনুযায়ী, দু-একটি ক্ষেত্রে যদি তালিকায় কিছু পরিবর্তন আনতে হয়, তবে বেশি সময় লাগে না। ফলে পুজোর আগে সুখবর পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘অভিযোগের সংখ্যা খুবই নগণ্য। সেই অভিযোগের জবাব দেওয়ার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের নিয়োগ (Upper Primary Teacher Recruitment) প্রক্রিয়া ২০১৪ সাল থেকে চলছে। এই নিয়োগে ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। আধিকারিকদের দাবি যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এসএসসি ইতিমধ্যে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। প্রায় 10 বছর ধরে উচ্চ প্রাথমিক স্তরে কোনও নিয়োগ নেই। এর আগে নিয়োগের জন্য তৈরি মেধা তালিকা প্রকাশ করা হলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করা হয়। নতুন ইন্টারভিউ নেওয়ার পর প্যানেলটি পুনরায় প্রকাশ করা হয়েছে। দিন দিন অধৈর্য হয়ে উঠছেন সফল প্রার্থীরা। তারা অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন।

Show More
Back to top button