News

আজ শহীদ দিবসের মঞ্চ থেকে কি DA র সুখবর আসবে? নাকি আবার অপমান?

শহীদ দিবসের মঞ্চ থেকে একাধিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি DA ঘোষণার সম্ভাবনা কতটা?

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

শহীদ দিবস: আজ ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস এর শহীদ দিবস কর্মসূচি পালন। কোলকাতায় শহীদ দিবস উপলক্ষ্যে হাজার হাজার মানুষের সমাগম হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বারের মত এবারও নানান কর্মসূচী ঘোষণা করবেন এটাই আশা করা যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব ও আমন্ত্রিত ব্যক্তিরা।

২১ শে জুলাই এর শহীদ দিবস এ যোগ দেওয়ার জন্য দুর দূরান্ত থেকে অনেক মানুষ গতকাল সন্ধে থেকেই চলে এসেছেন কলকাতায়। সন্ধ্যে থেকেই বেশ ভিড় লক্ষ্য করা গেছে মহানগরীতে।

সকলেরই উৎকণ্ঠা আছে নতুন কী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই বার কিছুটা DA ঘোষণা হলেও হতে পারে। তবে বিগত কয়েকটি ঘটনা ও DA প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে অনেকেই ধারণা করছেন যে, এই বছর DA সংক্রান্ত কোনো ঘোষণার ইঙ্গিত নাই।

তবে কী কী নতুন ঘোষণা করা হল, বা DA সম্বন্ধে নতুন কিছু ঘোষণা হলে সরাসরি আপডেট পেতে হলে আমাদের সাথে টেলিগ্রাম এ যুক্ত হন।

Show More
Back to top button