বড় খবর: রাজ্যে ৮৫১২ শূন্যপদে নিয়োগ হতে চলেছে, WBPSC ও অন্যান্য দপ্তরের মাধ্যমে
রাজ্যের বিভিন্ন দপ্তরে বড় সংখ্যায় নিয়োগ হতে চলেছে, দেখুন বিস্তারিত বিবরণ।
WB Recruitment News: রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বড় শূন্যপদে নিয়োগ হতে চলেছে রাজ্যের বিভিন্ন দপ্তরে। কলকাতা পুলিশ, দমকল বিভাগ ও স্বাস্থ্য বিভাগে এই বড় মাপের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের কাছে এটি একটি বড় খবর।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে ২৫০০ শুন্য পদে নিয়োগ করা হবে। এর সাথে ৫৪৬৮ জন চুক্তিভিত্তিক কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগ করা হবে। এর সাথে আরো জানা যাচ্ছে যে দমকল দফতরে ৮৬ টি নতুন পদে নিয়োগ করা হবে এবং WBPSC এর মাধ্যমে ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) নিয়োগ করা হবে।
নিয়োগের স্বচ্ছতা আনার জন্য রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হচ্ছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের নিয়োগের ক্ষেত্রে। আর ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। খুব দ্রুত বিজ্ঞপ্তি চাকরির কথা পাবলিক সার্ভিস কমিশনের।