News

WBBPE: রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়ম, জানালেন গৌতম পাল

পড়ুয়াদের পথ নিরাপত্তা সম্বন্ধে অবগত করানোর জন্য বিশেষ "নিরাপত্তামূলক অ্যাডভাইজারি" জারি করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

WBBPE: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান শ্রী গৌতম পাল রাজ্যে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছেন। প্রাথমিক স্কুলের শিশুদের পথ নিরাপত্তা বিষয়ে অবগত করানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

শুক্রবার বেহালায় এক স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেহালা। মর্মান্তিক এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য স্কুল পড়ুয়াদের রাস্তা পারাপারের নিয়ম ও অন্যান্য বিষয়ে গুরুত্ব সহকারে অবগত করানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে পর্ষদ। রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলির জন্য “নিরাপত্তামূলক অ্যাডভাইজারি” জারি করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর সাথে শনিবার স্কুল শেষের পর বিশেষ ক্লাস করানোর পরিকল্পনা পর্ষদ নিয়েছে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত বইগুলিতে পথ নিরাপত্তা সম্বন্ধে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও “আনন্দ পরিসর” নামের বিশেষ ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের পঠন-পাঠনের বাইরে বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের আলোচনা হয়। এই ক্লাসের মধ্যেই পথ নিরাপত্তা সম্বন্ধে পড়ুয়াদের অবগত করানোর জন্য বিশেষ পরিকল্পনা করছে পর্ষদ।

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল বলেন, “আমরা স্কুল শিক্ষা দপ্তর ও বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের সঙ্গে শীঘ্রই বৈঠক করে রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে এডভাইজারি দেব। স্কুলগুলির ভেতরের সুরক্ষা নিয়েও আমরা প্রয়োজনীয় অ্যাডভাইজারি পাঠাচ্ছি।”

Back to top button