Sangrami Joutha Mancha: সংগ্রামী যৌথ মঞ্চের একগুচ্ছ জোরালো কর্মসূচি, আবার কর্মবিরতি
আন্দোলন আরো জোরালো করার লক্ষ্যে সংগ্রামী যৌথ মঞ্চ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করল। কর্ম বিরতি, জল সরবরাহ বন্ধ সহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ মঞ্চের।
Sangrami Joutha Mancha: রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মচারীদের সংগঠন “সংগ্রামী যৌথ মঞ্চ”। প্রধানত সরকারি কর্মচারীদের AICPI মেনে মহার্ঘ ভাতা (DA) প্রদান, দুর্নীতিমুক্ত নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসা মূলক বদলি প্রত্যাবর্তন। এই দাবিগুলি নিয়ে ২০০ দিনেরও বেশি সময় ধরে শহীদ মিনার পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার আন্দোলনের তীব্রতা (WB DA Protest) আরো জোরালো করার লক্ষ্যে একগুচ্ছ জরুরী কর্মসূচি গ্রহণ করল এই মঞ্চ।
সোমবার, ৪ সেপ্টেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংগ্রামী যৌথ মঞ্চ (SJM) বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে। আগামী দিনে সকল স্তরের কর্মচারীদের একত্রিত করতে এবং আন্দোলনের তীব্রতা আরো জোরালো করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে মঞ্চ।
কর্মসূচি গুলির মধ্যে প্রথম উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার, “থানা চলো” কর্মসূচি। প্রধানত, রাজ্যব্যাপী পুলিশ সহকর্মীদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি গুলি সম্বন্ধে প্রচার করার উদ্দেশ্যে এবং এই দাবিগুলি সমর্থনের স্বপক্ষে জনমত বৃদ্ধি করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৩, সোমবার ” ব্লকে চলো” কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি অনুযায়ী ঐদিন রাজ্যব্যাপী সমস্ত BDO অফিসে সংগ্রামী যৌথ মঞ্চের দাবিগুলির স্বপক্ষে জনমত বৃদ্ধি করতে এবং প্রচারের উদ্দেশ্যে অভিযান করা হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার, অঙ্গনওয়াড়ি কর্মী ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ও অন্যান্য দাবিতে, সুবোধ মল্লিক স্কয়ার থেকে মহা মিছিল ও রাজ্যপালের নিকট ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।
আগামী ১০ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার এবং ১১ অক্টোবর, ২০২৩, বুধবার, রাজ্যব্যাপী দুই দিনের কর্ম বিরতির ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ্য, এর আগেও সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে কর্মবিরতি পালন করেছেন রাজ্যের কর্মচারীরা। শেষ কর্মবিরতি পালন করা হয়েছিল ৬ এপ্রিল ২০২৩ এ।
এছাড়াও, P.H.E DEPARTMENT এর গ্রামীণ জল সরবরাহ দপ্তরের অস্থায়ী কর্মীদের দাবি মিটিয়ে দেওয়ার বিষয়ে যে প্রতিশ্রুতি দপ্তর দিয়েছিল সেগুলো পালন করা হয়নি, এই দাবিগুলি মেটানোর জন্য পদক্ষেপ গ্রহণ না করলে পূজোর সময় জল সরবরাহ বন্ধ করতে পদক্ষেপ নিতে পারেন এই কর্মচারীরা।
এর সাথে সাথে ধুপগুড়ির উপ নির্বাচনের জন্য বিশেষ হেল্প ডেক্স চালু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট কর্মীদের সকল রকম সহায়তা করবে এই হেল্প ডেস্ক।
উপরিউক্ত কর্মসূচি গুলি সফল করার উদ্দেশ্যে সকল স্তরের কর্মচারীদের একত্রে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। শিক্ষক, ডাক্তার, নার্স সহ সকল স্তরের কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের ফলেই আন্দোলন সফল হবে বলে মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।