ডিএটাকা-পয়সাইনকাম ট্যাক্সশিক্ষাচাকরিসরকারি কর্মচারীছুটিহেল্থ স্কিমজিপিএফসরকারি নির্দেশিকাদেশপশ্চিমবঙ্গকিভাবে করবেনক্যালকুলেটরসার্ভিস রুলসপেনশনার

সংগ্রামী যৌথ মঞ্চের বিরাট জয়! মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, খুশি শিক্ষকমহল

Published on: October 10, 2023
Sangrami Joutha Mancha Supreme Court Case

সংগ্রামী যৌথ মঞ্চ: রাজ্যের শিক্ষক বদলি মামলায় বিরাট জয় পেল সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টে শিক্ষক বদলি মামলার শুনানিতে স্বস্তির খবর পেল রাজ্যের উচ্চ বিদ্যালয় এর শিক্ষকরা। শিক্ষক বদলি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় যে সমস্ত শিক্ষক পার্শ্ববর্তী এলাকায় বদলি হয়েছেন তারা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে খুশি শিক্ষক শিক্ষিকারা।

শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল প্রশাসনিক কারণে শিক্ষা দপ্তরের বদলির নির্দেশ বৈধ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী ছিলেন পাটোয়ালিয়া সাহেব এবং বাঁশুরি স্বরাজ।

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবীরা জানান রাজ্য সরকারের দ্বারা জারি করা 10C বদলি নিয়মের (এডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার) রেট্রোস্পেক্টিভ এফেক্ট এর কারণে শিক্ষকদের দূরবর্তী স্থানে বদলি করা হচ্ছে। অনেক শিক্ষককে অনেক দূরের জেলায় বদলি করা হচ্ছে। এর ফলে বিপদে পড়ছেন শিক্ষকরা। মহিলা শিক্ষকরাও ভীষণ অসুবিধের মধ্যে পড়ছেন। অনেকে মনে করছেন মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের কারণে এই ধরনের বদলি করা হচ্ছে।

শিক্ষা দপ্তরের জারি করা 10C নির্দেশিকার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য “আজকে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা অত্যন্ত দক্ষতার সাথে লড়ে 10C ধারার Retrospective Effect এর উপরে স্থগিতাদেশ দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই আইন দিয়ে ২০১৭ সালের আগে যোগদানকারী মাননীয় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে আর দূরে বদলি করা যাবে না।”

স্বাভাবিকভাবেই শিক্ষক-শিক্ষিকা মহল সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে নিজেদের বড় জয় হিসেবে দেখছেন। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার বিরোধিতায় পরজয় শিক্ষক-শিক্ষিকা মহলের। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে দুপক্ষকেই হলফনামা জমা করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

Read More:  DA Update: রাজ্যের তথ্য জমার পর সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, জানালেন ভাস্কর ঘোষ

WBPAY

The site wbpay.in is a collaborative platform voluntarily monitored by a dedicated group of reporters of West Bengal. The site features insightful posts and articles authored by experts in various fields, ensuring high-quality content that informs and engages the community. With a focus on transparency and public service, wbpay.in aims to provide valuable resources and updated news relevant to the citizens and employees of West Bengal. For any query please mail us at askwbpay@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now