চাকরি

Primary TET: প্রাথমিক টেটের নমুনা প্রশ্নপত্র প্রকাশ করল পর্ষদ, সঙ্গে প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা, টেট পরীক্ষার্থীরা অবশ্যই দেখুন

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট ২০২৩ এর জন্য নমুনা প্রশ্নপত্র প্রকাশ করল। এর সাথে প্রকাশিত হলো প্রাথমিক টেট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা।

Primary TET: প্রাথমিক টেট পরীক্ষার নমুনা প্রশ্নপত্র (Model Question Paper) প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। এর সাথে প্রকাশ করা হলো কোন সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা হবে, পাস মার্কস, এর সার্টিফিকেটের ভ্যালিডিটি পিরিয়ড, প্রশ্নের ধরন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রাথমিক টেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী 10 ডিসেম্বর ২০২৩ এ বছরের প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করেছে। ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়া শেষ হয়েছে। এ বছর মোট তিন লক্ষ দশ হাজার প্রার্থী প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই সংখ্যা গতবারের তুলনায় ৫০ শতাংশ কম। বিএড প্রশিক্ষিত প্রার্থীরা আবেদন করতে না পারার জন্য টেট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী মোট পাঁচটি বিষয়ে প্রাথমিক টেট পরীক্ষা সংঘটিত হবে। প্রতিটি বিষয়ের জন্য ৩০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ থাকবে। এই পরীক্ষার প্রশ্নের ভুল উত্তরের জন্য কোন ঋণাত্মক নম্বর নেই। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। SC, ST, OBC-A, OBC-B, PH/DA, EC, Ex-Servicemen এবং DH (Death-in-harness) প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ হওয়া যাবে।

এই নির্দেশিকার মাধ্যমে পর্ষদ আবার পরিষ্কার করে বলে দিয়েছে, টেট পরীক্ষায় পাশ করা মানেই নিয়োগ পাওয়া নয়। এটি কেবলমাত্র নিয়োগ পাওয়ার জন্য একটি যোগ্যতা মান।

টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে পর্ষদের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেটের ভ্যালিডিটি পরীক্ষার্থীর জন্য সারা জীবন থাকবে। অর্থাৎ একবার টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই পরবর্তী সকল ইন্টারভিউ গুলিতে অংশগ্রহণ করা যাবে (নির্দিষ্ট বয়স সীমার মধ্যে)।

এই নির্দেশিকায় পরীক্ষার হলের মধ্যে কি কি বিষয় নিয়ে যাওয়া যাবে না এ সমস্ত বিষয়গুলি উল্লেখ করা আছে। আরো বিস্তারিত জানার জন্য নোটিফিকেশনটি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।

RELEVANT INFORMATION AND PART-WISE MODEL QUESTIONS FOR TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023)

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button