WBMSC: শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১২৫৪৪ জন রিজেক্টেড প্রার্থীদের মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে
WBMSC: মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষা নিয়ে বড় খবর সামনে এল। বাতিল হওয়া চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অনুরুদ্ধ রায়ের ২২ নম্বর আদালতে মাদ্রাসা সার্ভিস কমিশন ১২৫৪৪ প্রার্থীর আবেদন বাতিলের মামলার শুনানি হয়। তবে রিজেক্টেড চাকরি প্রার্থীদের আবেদন খারিজ হয়ে যায় বলে জানা গেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের মূল পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। আবেদনপত্র বাতিল হওয়া প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন না।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৩ মার্চ রাজ্য জুড়ে মেইন পরীক্ষা নেওয়া হবে। তবে প্রার্থীদের একাংশের অভিযোগ তাদের আবেদন রিজেক্ট করা হয়েছে।
এ নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন প্রার্থীরা। মোট ১২,৫৪৪ পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি। ওয়েবসাইটে তার আবেদন রিজেক্টেড হিসেবে দেখানো হচ্ছে। এ বিষয়ে জানতে কমিশনের দরজায় কড়া নাড়ছেন অনেকেই। তবে জানা গেছে, ভুল স্নাতক নম্বর এবং একাধিকবার আবেদন জমা দেওয়ার কারণে বেশিরভাগ প্রার্থীর আবেদন বাতিল করা হয়।
এরই মধ্যে প্রত্যাখ্যাত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হয়েছে।