Loksabha Election Remuneration: পারিশ্রমিক বাড়ানো হলোনা ভোট কর্মীদের, প্রকাশিত হল বিজ্ঞপ্তি, ক্ষোভ ভোটকর্মীদের
পারিশ্রমিক বাড়ানোর দাবি উঠা সত্বেও বাড়ানো হলো না। প্রকাশিত হল বিজ্ঞপ্তি।
Loksabha Election Remuneration: ২০১৪ সাল থেকে নির্বাচন কমিশন ভোটগ্রহণ কর্মীদের পারিশ্রমিক বাড়ায়নি। এবার পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়েছিলেন ভোটকর্মীরা। তবে বিবেচনার আশ্বাস দিলেও পারিশ্রমিক বাড়ানো হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে।
ভোটদানে প্রিসাইডিং অফিসাররা ২৩৪০ টাকা পারিশ্রমিক পান। রিজার্ভ থাকা সমস্ত প্রিজাইডিং অফিসারদের ১০৫০ টাকা দেওয়া হবে। ফার্স্ট পোলিং অফিসারদের ১৫৪০ টাকা দেওয়া হয়। প্রথম পোলিং অফিসার, যিনি রিজার্ভ থাকবেন, তাকে ৮৫০ টাকা দেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পোলিং অফিসারদের বেতন দেওয়া হয় ১৫৪০ টাকা। যারা রিজার্ভ থাকবেন তাদের ৮৫০ টাকা দেওয়া হয়।
ভোটকর্মীরা দাবি জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ভোটগ্রহণ কর্মীদের পারিশ্রমিক বাড়ানো হয়নি। এই অবস্থা ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত একই ছিল। তবে কাজের সময় বাড়ানো হয়েছে। এবার মক পোল শুরু হতে হবে সাড়ে ৫টায়। ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে। এবার সবার জন্য ভিভিপ্যাড যুক্ত করা হয়েছে। এ ছাড়া কাগজের কাজের বোঝাও বেড়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি: