Dearness Allowance
DA Case Today: কী হল আজ ডিএ মামলার শুনানিতে? দেখুন এখানে

DA Case Today: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি আজ 5 নম্বর কোটে 51 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল। এই মামলার আজ কী হলো তা দেখে নিন এক নজরে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতা এর বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও । আজ ২২ এপ্রিল বিচারপতি সঞ্জয় ক্যারল অনুপস্থিত থাকার কারণে মামলার শুনানি হলোনা। ৫ নম্বর কোর্টে ৫১ নম্বর সিরিয়াল পর্যন্ত মামলাটি উঠলোই না। তবে আশার আলো এই যে, আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ বেশি দীর্ঘ ব্যবধানের দিন দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরেই এই মামলাটি চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। এই মামলার রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেলে উপকৃত হবেন কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।