শিক্ষা

SSC 2016: “সত্য সেলুকাস কী বিচিত্র এই বিচার!”- যোগ্য বাছাই সম্ভব নয়! অযোগ্য বাছাই সম্ভব!

SSC 2016: মঙ্গলবার নববর্ষের দিন ব্যানার হাতে পথে নামলেন এসএসসি চাকরিহারারা। চাকরি হারাদের আয়োজিত এই মিছিল ছিল “পুনর্বিবেচনার হালখাতা”। ন্যায় বিচারের দাবিতে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষা কর্মীরা কলকাতার ওয়েলিংটন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন। এবং ওই চ্যানেলেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি জারি রাখলেন তারা।

চাকরি হারাদের কাছে এই নববর্ষ মোটেই শুভ নয়। তাদের প্ল্যাকার্ডে দেখা গেছে “শুভ নয় এ নববর্ষ” লেখা। যে সমস্ত লেখাগুলি দেখা গেছে তাদের মধ্যে অন্যতম হল “সত্য সেলুকাস কী বিচিত্র এই বিচার!- যোগ্য বাছাই সম্ভব নয়! অযোগ্য বাছাই সম্ভব!”। তাদের কথায় “আমরা তো কষ্ট করে চাকরি পেয়েছি অন্য দোষের কারোর জন্য আমাদের চাকরি কেন যাবে? আমরা কেন শাস্তি পাচ্ছি?”

চাকরি হারাদের কাছে নববর্ষের সকাল রাতের চেয়েও গভীর অন্ধকার। ধর্মতলায় তাঁরা মানববন্ধনও করলেন। একটি বাস্ক রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষের কাছ থেকে মন্তব্য চাওয়া হচ্ছে যাতে তাঁরা রায় পুনঃ বিবেচনার জন্য আবেদন করবেন তার উপদেশ গ্রহণের জন্য।

ইতিমধ্যে এই চাকরি হারাদের একটি অংশ দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার যন্তর মন্তরে তাঁরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

এদিকে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের কাছ থেকে আরও জানা যাচ্ছে যে, যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছে সেই সমস্ত অযোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীরাও নিজেদেরকে যোগ্য বলে আলাদা করে আন্দোলনে নামছেন। বিক্ষোভকারীদের দাবি যাদের জন্য আমাদের চাকরি গেল সেই দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা ও নিজেদেরকে যোগ্য বলে আন্দোলনে ভিড়তে চাইছেন।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button