How to download GPF Statement | কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন |
How to download GPF Statement: প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টেন্ট জেনারেল (A & E ), পশ্চিমবঙ্গ এর অর্ডার অনুযায়ী ই-জিপিএফ স্টেটমেন্ট এর সূচনা হয়েছে 2020-21 অর্থবর্ষ থেকে। এখন থেকে আর জিপিএফ স্টেটমেন্ট এর প্রিন্ট করা কপি এজি বেঙ্গল থেকে পাওয়া যাবে না। এর বদলে পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীরা (গ্রুপ ডি ব্যতীত) এজি বেঙ্গল এর ওয়েবসাইট থেকে খুব সহজেই জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট (GPF Account Statement/ GPF Account Slip) ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখে নিন কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন।
How to download GPF Statement | কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন
- প্রথমে আপনার কম্পিউটার আথবা মোবাইলের যে কোনও browser থেকে https://agwb.cag.gov.in/ এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে। এখানে ক্লিক করেও আপনি ওপেন করতে পারবেন।
সরাসরি লগইন লিঙ্ক এ যাওয়ার জন্য শেষ অংশটি দেখুন।
2. এখন প্রথম লিঙ্ক এ ক্লিক করে (উপরের ছবিতে দেওয়া আছে ) Principal Accountant General (A&E), West Bengal এর ওয়েবসাইট টি খুলুন।
3. এবার “Online Services” মেনুতে ক্লিক করে “GPF” থেকে “GPF Subscriber Login” এ ক্লিক করতে হবে। আপনি সরাসরি এখানে ক্লিক করেও এই পেজটি ওপেন করতে পারেন।
এর ফলে নিচের পেজটি ওপেন হয়ে যাবে।
4. প্রথমবার লগইন করতে হলে ডান দিকের “Forgot Password” অপ্শন এ ক্লিক করতে হবে।
এর ফলে নিচের পেজটি ওপেন হয়ে যাবে।
5. এখানে আপনার জিপিএফ এর সিরীজ কোড এবং নাম্বার যথাযথ ভাবে পূরণ করুন। উদাহরণ হিসাবে, আপনার জিপিএফ নাম্বার যদি হয় MED/WB/54321 তবে Series Code এর ঘরে লিখুন “MED” এবং জিপিএফ নাম্বার এর ঘরে লিখুন “54321” ।
6. এরপর আপনার জন্ম তারিখ লিখুন Date of Birth এর ঘরে। জন্ম তারিখ টি অবশ্যই DD-MM-YYYY ফরম্যাট এ লিখতে হবে।
7. এরপর একটি ক্যাপচা কোড বা ইমেজ কোড দেখতে পাবেন যার মধ্যে কিছু টেক্সট অথবা নাম্বার লেখা থাকবে। ওই লেখা দেখে নিচের ঘরে (4 নং ঘরে ) লিখুন।
8. এরপর “SUBMIT” বাটন এ ক্লিক করুন।
আরও দেখুন: How to download GPF Statement
এর সাথে সাথেই আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার এ একটি OTP চলে আসবে। মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকলে বা ওটিপি না আসলে কি করবেন সেটা শেষ অংশে দেওয়া আছে।
9. OTP এর ঘরে আপনার মোবাইলের ওটিপি নাম্বার টি দিন এবং তারপর সাবমিট বাটন এ ক্লিক করুন।
সাথে সাথে Dashboard পেজ ওপেন হয়ে যাবে।
10. Dashboard এ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন এবং নিচে নতুন পাসওয়ার্ড তৈরির অপ্শন পেয়ে যাবেন । “New Password” এর ঘরে নতুন একটি পাসওয়ার্ড দিন এবং “Confirm Password” এর ঘরে ওই পাসওয়ার্ড টি আবার টাইপ করুন।
11. এরপর ক্যাপচা কোড বা ইমেজ কোডটি দেখে দেখে নিচের ঘরে লিখুন।
12. এবার সাবমিট বাটন এ ক্লিক করুন।
এখন আপনার আইডির জন্য নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে যেটা দিয়ে আপনি পরবর্তি সময় লগইন করতে পারবেন। এবং কোনও সময় যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে উপরের প্রসেস্ টি পুনরায় করতে হবে।
13. জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য বাম দিকের মেনু থেকে “GPF Accounts Statement” অপ্শন এ ক্লিক্ করুন।
এর ফলে নিচের পেজটি ওপেন হবে।
14. এখান থেকে কোন বছরের জন্য জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করুন, তারপর “Search” বাটন এ ক্লিক করুন। আপনার সিলেক্ট করা বছরের অ্যাকাউন্ট স্টেটমেন্ট Available হলে নিচে চলে আসবে।
15. এখন ডাউনলোড করার জন্য ডান দিকের PDF আইকন এ ক্লিক করুন । সঙ্গে সঙ্গে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট টি ডাউনলোড হয়ে যাবে।
নতুন জিপিএফ স্টেটমেন্ট এর বৈশিষ্ট | Features of the new e-GPF Statement
নতুন জিপিএফ স্টেটমেন্ট এর কিছু গুরুত্বপূর্ন বৈশিষ্ট আছে যেমন:-
- ওপরে ডান দিকে একটি QR কোড যুক্ত করা হয়েছে। যেটি যে কোনও QR কোড স্ক্যানার app থেকে স্ক্যান করে যাচাই করা যাবে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ টির তথ্য সঠিক আছে কিনা। নিচের তথ্য গুলি QR কোড এ দেখা যাবে।
2. Sr. Account Officer এর স্ট্যাম্প সহ signature আছে ।
3. এই অ্যাকাউন্ট স্লিপ টি ট্রেজারি/PSA এ গ্রহনযোগ্য।
মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে কী করবেন | How to register mobile number for GPF account slip
Pr. Accountant General অফিস এ আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে আপনি জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন না। মোবাইল নাম্বার যুক্ত করার জন্য নিচের proforma টি পূরণ করে হেড অফ অফিস এর স্ট্যাম্প এবং স্বাক্ষর সহ পোস্ট করতে পারেন আথবা স্ক্যান করে [email protected] এই ইমেইল আইডি তে পাঠাতে পারেন।
গুরুত্বপূর্ন লিঙ্ক গুলি:
- AGWB Home Page: https://cag.gov.in/
- Pr. Accountant General (A&E), WB: https://cag.gov.in/ae/west-bengal/en
- Direct link to Login to download GPF Statement: https://agwb.cag.gov.in/subs/login
- Guideline: How to Download GPF Statement
- Visit https://wbpay.in daily for more update.
FAQs
How to download GPF Statement for West Bengal Government Employees?
Download GPF Statement by logging in to the Portal of Pr. Accountant General (A&E), WB. First time need to click on the Forgot Password link to register in this portal.
How to register mobile number in AGWB to download GPF Statement?
You can register mobile number by sending specific format signed by Head of Office through email. Visit here to download the format.
Showing “You do not submited your mobile no. Please submit mobile no to [email protected]”
You can register mobile number by sending specific format signed by Head of Office through email. Visit here to download the format.
2 Comments