Income Tax

Advance Income Tax Deadline: ১৫ই মার্চ অগ্রিম আয়কর জমা দেওয়ার শেষ দিন, মিস করলে জরিমানা দিতে হবে

অগ্রিম ট্যাক্স কী? কিভাবে হিসাব হয়। কিভাবে কত পরিমান ট্যাক্স প্রদান করতে হবে? না দিলে কী হয়? এই সকল প্রশ্নের উত্তর এখানে পাবেন।

Advance Income Tax Deadline: ভারতের একজন দায়িত্ববান নাগরিক হিসাবে সঠিক সময়ে অগ্রিম আয়কর জমা দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কর আওতার মধ্যে থাকা ব্যক্তিদের জন্য একটি আর্থিক বছরের চারটি কোয়ার্টার এর মধ্যে কত শতাংশ ট্যাক্স কখন দিতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে। সেই অনুযায়ী ট্যাক্স না দিতে পারলে জরিমানা আরোপ হয়। এবং আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে যাবেন তখন এই পরিমাণ অর্থ আপনাকে দিতে হবে।

অগ্রিম আয়কর কী?

আমরা সারা বছরের মোট আয়কর কে চারটি কোয়ার্টারে ভাগ করা হয়। এক একটি কোয়ার্টারের জন্য নির্দিষ্ট শতাংশ হিসেবে অগ্রিম আয়কর জমা করতে হয়। নিচের টেবিলের মাধ্যমে দেখানো হলো কোন কোয়ার্টারে কত শতাংশ আয়কর প্রদান করতে হয়।

কিভাবে অগ্রিম আয়কর এর হিসাব হয়?

একটি আর্থিক বছরের জন্য আপনার মোট আয় কে ১০০% ধরা হয়। এবং এই পরিমাণ আয়কে নিচের টেবিল অনুযায়ী ভাগ করা হয়। একজন করদাতাকে কমপক্ষে এই পরিমান (শতাংশ) ট্যাক্স প্রদান করতে হবে।

কোয়ার্টার (ত্রৈমাসিক)অগ্রিম আয়করের শতাংশ
প্রথম (এপ্রিল থেকে জুন)১৫ শতাংশ
দ্বিতীয় (জুলাই থেকে সেপ্টেম্বর)৪৫ শতাংশ
তৃতীয় (অক্টোবর থেকে ডিসেম্বর)৭৫ শতাংশ
চতুর্থ (জানুয়ারি থেকে মার্চ)১০০ শতাংশ

অগ্রিম আয়কর না দিলে কী হবে?

অগ্রিম আয়কর সময়মতো না দিলে আপনাকে প্রতিমাসে ট্যাক্স এর উপর ১ শতাংশ হারে জরিমানা দিতে হবে। তাই জরিমানা এড়াতে হলে সময় পেরোনোর আগেই আপনার অগ্রিম ট্যাক্স পরিশোধ করুন। অন্যথা আয়কর রিটার্ন ফাইল করার সময় এই পরিমান জরিমানা প্রদান করতে হবে। ২০২৩-২৪ আর্থিক বছরের অর্থাৎ ২০২৪-২৫ এসেসমেন্ট বছরের জন্য অগ্রিম আয়কর প্রদানের শেষ তারিখ (last date of advance tax ay 2024 25) হল ১৫ই মার্চ ২০২৪। এই দিন মিস করলে আপনাকে জরিমানা দিতে হবে।

Back to top button