জিপিএফ

সুখবর: এখন ডাউনলোড করা যাচ্ছে GPF স্টেটমেন্ট, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট ডাউনলোড করা যাচ্ছে আজ থেকে। নিচের লিংকে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার স্টেটমেন্টটি।

GPF Statement: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জেনারেল প্রফিডেন্ট ফান্ড (GPF) সংক্রান্ত সমস্ত বিষয় এর দায়িত্ব পালন করে AGWB অর্থাৎ Principal Accountant General (A&E), Kolkata, West Bengal । এই বছরের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার নোটিফিকেশন প্রকাশ হয়েছে ২০ জুলাই। এবং সেখানে বলা হয়েছিল ২৭ জুলাই থেকে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। তবে গতকাল সকাল থেকেই জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার ওয়েবসাইট খুলছিল না। এখন তা আবার খুলেছে এবং জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করা যাচ্ছে।

দেখুন: কিভাবে নিজের GPF স্টেটমেন্ট ডাউনলোড করবেন

২০২০-২১ অর্থবর্ষ থেকে এই জিপিএফ স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করার সুযোগ দিয়েছে প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল অফিস (AG Bengal)। গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ এর ফাইনাল জিপিএফ স্টেটমেন্ট যা ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত ব্যালেন্স দেখাবে, ডাউনলোড করার জন্য ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়েছে AGWB। নোটিফিকেশন অনুযায়ী ২৭ জুলাই থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিজস্ব জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন।

তবে এখনো পর্যন্ত এই সুযোগটি কেবলমাত্র পশ্চিমবঙ্গের এ, বি, এবং সি গ্রুপের কর্মচারীদের জন্য উপলব্ধ হয়েছে। কিন্তু গ্রুপ ডি কর্মচারীদের এ বছরের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার কোন রকম খবর পাওয়া যাচ্ছে না। গ্রুপ ডি কর্মচারীরা নিজেদের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন WBIFMS লগইন থেকে।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

নতুন এই জিপিএফ স্টেটমেন্টের কিছু বৈশিষ্ট্য: এই GPF Account Slip বা স্টেটমেন্ট টি ডিজিটালি সিগনেচার করা থাকবে এবং সর্বত্র গ্রহণযোগ্য হবে। এর মধ্যে একটি কিউ আর কোড থাকবে যেটা স্ক্যান করলে জিপিএফ নম্বর জিপিএফ ব্যালেন্স সহ বেশ কিছু তথ্য দেখা যাবে।

এখনই নিজের জিপিএফ স্টেটমেন্টটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button