ASHA Bonus: দারুন খবর! এবার আশা কর্মীরা পাবেন এই পরিমান বোনাস, খুশি সকলে
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সমস্ত আশা কর্মীদের অনার্স সংক্রান্ত বিষয়টি অনুমোদন করেছে। ২০২৩ সালের জন্য এই বোনাস পাবেন আশা কর্মীরা। তবে কিছু আশা কর্মী এই বোনাস নাও পেতে পারেন।

ASHA Bonus: পশ্চিমবঙ্গে একাধিক পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশা কর্মীরা। আশা কর্মীরা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিটি এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে সেতু হিসাবে কাজ করেন এই আশা কর্মীরা। এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকল আশা কর্মীদের জন্য বোনাস ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সমস্ত আশা কর্মীদের অনার্স সংক্রান্ত বিষয়টি অনুমোদন করেছে। প্রত্যেক আশা কর্মী ৪৫০০ টাকা করে বোনাস পাবেন। ২০২৩ সালের জন্য এই বোনাস পাবেন আশা কর্মীরা। তবে কিছু আশা কর্মী এই বোনাস নাও পেতে পারেন। কারা পাবেন না দেখুন।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত আশা কর্মী ১ ডিসেম্বর ২০২২ তারিখ অথবা তার আগে কাজে যোগদান করেছেন কেবলমাত্র থেকে তারাই ২০২৩ সালের বোনাস পাবেন। অর্থাৎ ২ ডিসেম্বর ২০২২ এর পরে যোগদান করা আশা কর্মীরা এই বছর বোনাস পাবেন না।
অর্থ দপ্তরের বোনাস বিজ্ঞপ্তি অনুসারে এ বছর ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবরের মধ্যে বোনাসের টাকা একাউন্টে দেওয়া হবে। আশা কর্মীদের ক্ষেত্রেও উত্তর তারিখের মধ্যেই অনার্স দেওয়া হবে বলে জানা গেছে।
সবার আগে খবরের আপডেট পান!
টেলিগ্রামে যুক্ত হনউল্লেখ্য, পশ্চিমবঙ্গের আশা কর্মীরা প্রতি মাসে ৪৫০০ থাকা ফিক্সড অনারিয়াম পান এবং এর সাথে ইন্সেন্টিভ ও অন্যান্য ভাতা পান। ৪৫০০ টাকা বোনাস পাওয়ার ফলে উপকৃত হবেন সকল আশা কর্মীরা।
