Asia Cup 2023: ১০ দিন পর ভারত বনাম পাকিস্তান ম্যাচ, ঘোষণা হল স্কোয়াড, কিভাবে ফ্রি*তে দেখবেন?
চরম উত্তেজনাপূর্ণ ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আর দশ দিন পরেই। দেখুন বিস্তারিত।
Asia Cup 2023: ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ক্রিকেট খেলা মানেই চরম উত্তেজনা। খেলার জগতে একে অপরের অদ্বিতীয় প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের খেলা কবে হবে তা জানার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ক্রিকেট প্রেমীরা। এবার এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত বনাম পাকিস্তান ম্যাচও তার ব্যতিক্রম নয়।
এই ম্যাচের মাঠ ঘোষণার আগে থেকেই বিতর্ক ছিল। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হলো পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানের টিম পাঠাতে রাজি নয়। তাই আইসিসি এর মধ্যস্থতায় স্থির হয় ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। স্থির হয়েছে শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) এই খেলা অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সহ ভারতের সব কটি খেলাই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ২রা সেপ্টেম্বর দুপুর ১টা থেকে অর্থাৎ মাঝে আর মাত্র ১০ দিন আছে। ইতিমধ্যে ভারতের টিম স্কোয়াড ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের জন্য। এবার দলে ফিরলেন কে এল রাহুল, শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রোহিত শর্মা।
এশিয়া কাপের সম্পূর্ণ দল: রোহিত শর্মা (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঈশান কিশান, তিলক ভার্মা, যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দূল ঠাকুর।
কিভাবে এই ম্যাচ দেখবেন? ভারতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এর সাথে ডিজনি+হটস্টারেও এই খেলা সরাসরি দেখা যাবে। ডিজনি প্লাস হটস্টারে খেলাটি পাঁচ মিনিট পর্যন্ত ফ্রিতে দেখা যাবে এর বেশি দেখতে হলে রিচার্জ করতে হবে। এছাড়াও গুগল এ “IND vs PAK” লিখে সার্চ করলেই লাইভ স্কোর দেখতে পেয়ে যাবেন।