B.Ed Primary Teacher Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার রায় স্থগিত করল কলকাতা হাইকোর্ট। বিএ ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলার রায় স্থগিত করেছেন আদালত। বিএডের মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষকদের নিয়োগ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানি শেষ হয়েছে। আদালত রায় স্থগিত করল।
সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিএ ডিগ্রি বৈধ নয়, শুধুমাত্র D.El.Ed প্রশিক্ষিতরাই আবেদন করতে পারবেন। এই নির্দেশের ভিত্তিতে বিএ ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। শুক্রবার মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত করেন।
শুনানিতে, আবেদনকারীর আইনজীবীরা দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য বিএ ডিগ্রি বৈধ নয়, কেবল ডিএলএড সহ প্রার্থীরা বৈধ হবে। ফলে বিএ ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরতরাও বৈধ নয়।
তবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) আদালতকে বলেছে যে সুপ্রিম কোর্টের আদেশটি পূর্ববর্তী প্রভাবে প্রয়োগ করা হবে নাকি পরে কার্যকর বলে বিবেচিত হবে তা স্পষ্ট নয়। মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ওই মামলার শুনানি এখনও মুলতুবি থাকায় হাইকোর্ট (Calcutta High Court) এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টি স্থগিত রাখার কথা বলেছে। তবে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারপতি সিনহা পর্ষদের আবেদন নাকচ করে মামলার সিদ্ধান্ত স্থগিত করেন। এই মামলার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ।
আরো পড়ুন : জানুয়ারি থেকেই পাবেন ৪% ডিএ, তিন মাসের এরিয়ার পাবেন, পশ্চিমবঙ্গের হিসাব দেখুন