Bonus 2023: এবার সরকারি কর্মচারীদের বাড়ল বোনাস, টাকা কবে পাবেন? কারা যোগ্য? দেখুন ক্যালকুলেটর
পুজোর আগেই সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন বোনাস। আপনি পাবেন কিনা হিসাব করে নিন এই ক্যালকুলেটর ব্যবহার করে।
Bonus 2023: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা প্রতি বছর বোনাস পেয়ে থাকেন। মুসলিম ধর্মের কর্মচারীগণ ঈদের আগেই বোনাস (Ad-hoc Bonus) পেয়ে গেছেন। এবং মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের কর্মচারীগণ এবার পুজোর আগে বোনাস পাবেন। তবে সকল কর্মচারীএই বোনাস পাবেন না। কারা পাবেন, কবে কত টাকা পাবেন দেখুন এখানে। আমাদের এই ক্যালকুলেটরের সাহায্যে নিজেই ক্যালকুলেট করে নিতে পারবেন।
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN) সরকারি কর্মচারীদের অ্যাড-হক বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 28 মার্চ। সরকারি কর্মচারীরা বিগত আর্থিক বছরে চাকরিরত থাকলে এই বছরে বোনাস পাবেন। তবে সকল সরকারি কর্মচারী এই সুবিধা পাবেন না। ৩১ মার্চ ২০২৩ এ যাদের emoluments ৩৯০০০ টাকার অধিক হবেনা তারাই এই বোনাস পাবেন। এখানে emoluments বলতে বেসিক পে এবং মহার্ঘ ভাতার সমষ্টিকে বোঝানো হয়েছে। উক্ত দিনে emoluments যদি ৩৯ হাজার টাকার বেশি হয়ে যায় তবে গত আর্থিক বছরে অন্তত ছয় মাস ৩৯ হাজার টাকার কম থাকলে বোনাস পাওয়া যাবে।
অ্যাড-হক বোনাস পাওয়ার আরো একটি শর্ত হলো গত আর্থিক বছরে অন্তত ছয় মাস অবিচ্ছিন্ন কাজ করে থাকতে হবে। গত আর্থিক বছরে ৬ মাস কাজ করলে এই বছরে বোনাস পাওয়া যাবে। এ বছর বোনাসের পরিমাণ ৫৩০০ টাকা করা হয়েছে। গত আর্থিক বছরে এই বোনাসের পরিমাণ ছিল ৪৮০০ টাকা। অর্থাৎ এই বছর ৫০০ টাকা বোনাস বাড়ানো হয়েছে।
গত আর্থিক বছরে সম্পূর্ণ বছরটি কাজ করলে বোনাসের পরিমাণ হবে ৫৩০০ টাকা। ৬ মাস থেকে এক বছরের মধ্যে কাজ করলে কাজ করার অনুপাতে বোনাসের পরিমাণ নির্ণয় করা হবে। তবে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী এই ফর্মুলা খুব একটা প্রয়োজন হয় না।
কবে পাবেন বোনাস?
মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঈদ উল ফিতরের আগেই প্রদান করা হয়ে গেছে। মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের বোনাস ৩ অক্টোবর ২০২৩ থেকে ৬ অক্টোবর ২০২৩ এর মধ্যে প্রদান করা হবে। এর আগেই ট্রেজারিতে বিল (Bonus 2023 Bill) সাবমিট করতে হবে।
বোনাস ২০২৩ ক্যালকুলেটর (Bonus 2023 Calculator)
নিচের ক্যালকুলেটরটি ব্যবহার করে আপনি জানতে পারবেন যে এবারে বোনাস পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা।
Bonus 2023: এবার সরকারি কর্মচারীদের বাড়ল বোনাস, টাকা কবে পাবেন? কারা যোগ্য? দেখুন ক্যালকুলেটর - WBPAY.IN
Bonus 2023: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা প্রতি বছর বোনাস পেয়ে থাকেন। মুসলিম ধর্মের কর্মচারীগণ ঈদের আগেই বোনাস (Ad-hoc Bonus) পেয়ে গেছেন। এবং মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের কর্মচারীগণ এবার পুজোর আগে বোনাস পাবেন। তবে সকল কর্মচারীএই বোনাস পাবেন না। কারা পাবেন, কবে কত টাকা পাবেন দেখুন এখানে। আমাদের এই ক্যালকুলেটরের সাহায্যে নিজেই ক্যালকুলেট করে নিতে পারবেন।
Price Currency: INR
Operating System: All devices
Application Category: Calculator
5
Pros
- Easy to Use
- Fast to load
- Free to use
Cons
- Need more options