বাড়লো বোনাস ও ফেস্টিভ্যাল অ্যাডভান্স

By WBPAY
Create a bonus bill in WBIFMS portal
Create a bonus bill in WBIFMS portal by simply following these steps. Bonus bill should be prepared through HRMS module of WBIFMS portal

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য বাড়ানো হলো বোনাস ও ফেস্টিভ্যাল অ্যাডভান্স এর পরিমান। সঙ্গে বাড়লো বোনাস পাওয়ার জন্য সর্বাধিক এমওলুমেন্ট এর পরিমানও। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, চলতি বছরে সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে৷ এছাড়াও বাড়বে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমান।

আগের আর্থিক বছরে বোনাস এর পরিমান ৪৫০০ থেকে বেড়ে হয়েছিল ৪৮০০ টাকা, তা এবার বেড়ে হলো ৫৩০০ টাকা। অর্থাৎ ৫০০ টাকা বাড়ানো হলো বোনাস এর পরিমান। সঙ্গে ফেস্টিভ্যাল অ্যাডভান্স এর পরিমান ১৪০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৬০০০। বোনাস পাওয়ার জন্য বেতনের উর্দ্ধসীমা ৩৭০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৯০০০ টাকা করা হয়েছে। এছাড়াও পেনশনারদের অ্যাড হক ২৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেখুন বোনাসের অফিসিয়াল অর্ডার (WB Bonus 2023 Order PDF)

বিগত ২ বছরের বোনাসের তুলনা

বিষয়অর্থবর্ষ ২০২১-২২অর্থবর্ষ ২০২২-২৩
কর্মচারীসের বোনাসের পরিমান৪৮০০৫৩০০
বেতনের উচ্চসীমা (বেসিক পে + DA )৩৭০০০৩৯০০০
ফেস্টিভ্যাল অ্যাডভান্স১৪০০০১৬০০০
ফেস্টিভ্যাল অ্যাডভান্স এর জন্য বেতনের উচ্চসীমা৩৭০০০ এর বেশি কিন্তু ৪৭০০০ পর্যন্ত৩৯০০০ এর বেশি কিন্তু ৪৯০০০ পর্যন্ত
পেনশনারদের বোনাস এর পরিমান২৭০০২৯০০
পেনশনারদের বেতনের উচ্চসীমা৩২০০০৩৩০০০
বোনাস ক্যালকুলেটর এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন
Share This Article