Calculator
Bonus Calculator 2024 for West Bengal Government Employees | ২০২৩-২০২৪ অর্থবর্ষের বোনাস ক্যালকুলেটর
Bonus Calculator 2024 for West Bengal Government Employees: পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর ইতিমধ্যে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বোনাস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিবন্ধে আপনাদের সুবিধার জন্য একটি বোনাস ক্যালকুলেটর প্রকাশ করা হল, যার সাহায্যে আপনারা খুব সহজেই এই বছর বোনাস পাবেন কিনা তার হিসাবে পেয়ে যাবেন।
২০২৩-২০২৪ অর্থবর্ষের বোনাস ক্যালকুলেটর (Bonus Calculator for West Bengal Government Employees)
বোনাস কবে পাবেন? (Bonus Payment Date)
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি নং 1220-F(P2)/FA/O/2M/493/12 Dated 07/03/2024 অনুযায়ী মুসলিম কর্মচারীদের জন্য বোনাস ঈদ-উল-ফিতর এর আগেই দিতে হবে। অর্থাৎ ১১ই এপ্রিলের আগে দিতে হবে। এবং অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে তা ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে।
কত টাকা বোনাস পাবেন? (Amount of Bonus 2024)
বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বাধিক ৬০০০ টাকা বোনাস পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। গত বছর বোনাসের পরিমান ছিল ৫৩০০ টাকা।