News

এই মুহূর্তে বড় খবর: TET না পাশ করে চাকরিরত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করল CBI

TET না পাশ করে চাকরিরত ৪ জেলার জনকে জিজ্ঞাসাবাদ করল CBI, অন্যদের ক্রমশ জিজ্ঞাসাবাদ করবে

WB Primary TET: টেট পাশ না করেই চাকরি করছেন এমন ৪ জেলার ৩০ জনকে আজ জিজ্ঞাসাবাদ করল সি বি আই। আরও অন্যান্য জেলার চাকরিরত প্রার্থীদেরও জিজ্ঞাসা করতে পারে বলে মনে করা হচ্ছে। কোন কোন জেলায় কাদের জিজ্ঞাসাবাদ করল দেখুন বিস্তারিত।

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল যে ৪ টি জেলার চাকরিপ্রার্থীদের যারা TET পরীক্ষা না পাশ করেই প্রাথমিক চাকরি পেয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করেছে CBI। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ এই ৪ জেলার প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী দিনে অন্যান্য জেলার চাকরি প্রার্থীদেরও জেরা করবে সিবিআই।

সম্প্রতি, সিবিআই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে ২০১৪ সালের টেট পাশ করা সমস্ত কর্মরত শিক্ষকদের একটি তালিকা চেয়েছে এবং তারপরে সমস্ত ডিপিএসসিকে (জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল) নির্দেশাবলী পাঠিয়েছে। এরপর ডিপিএসসি চেয়ারম্যান সব এসআইকে নির্দেশনা পাঠান। এর পরে রাজ্যের সমস্ত 2014 কর্মরত শিক্ষকদের একটি ডাটাবেস তৈরি করা হয়েছিল।

প্রাপ্ত এই তালিকা থেকে CBI এখন কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটি জেলা থেকে প্রায় ৩০জন অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ করেছে। জানা যায় যে সেই ডেটাবেসে অন্তর্ভুক্ত অনেক কর্মরত শিক্ষক TET পাস করেননি, তবুও কাজ করছেন।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর দাবি এবারের টেট ২০২২ পরীক্ষা থেকে শুরু করে ১১৫০০ টি শূন্যপদে নিয়োগ সম্পূর্ন স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে। তবে এই নিয়োগ নিয়ে পর্ষদের দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। কারণ এখনও পর্যন্ত পর্ষদ ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এবার ২০২২ এর টেট উত্তীর্ণ প্রার্থীদের কবে ইন্টারভিউ হবে তারও কোনো সঠিক খবর জানা যাচ্ছে না।

Join telegram group
Back to top button