Dearness Allowance

DA Case Today: আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা, কী হতে চলেছে এবার?

DA Case Today: আজ আর একবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরেই মামলাটি সুপ্রিম কোর্টে ফাইনাল ডিসপোজালের জন্যে শুনানির অপেক্ষায় আছে।

অবশেষে ১৮ই মার্চ ২০২৪ তারিখ এই মামলার “এক্সটেন্সিভ কন্সিডারেশন” হওয়ার অপেক্ষায় রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনার। মামলাটি এবার সুপ্রিম কোর্টের ৭ নম্বর কোর্টে ৬০ নম্বর সিরিয়ালে উঠবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কজ লিস্টে এই মামলার আপডেট দেওয়া হয়েছে।

আজ এই মামলার দুই জন বিচারপতি থাকবেন সন্মানীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং সন্মানীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। মামলাটি যেহেতু ফাইনাল ডিস্পোজাল এর লিস্টে আছে তাই এটি শেষের দিকের সিরিয়ালে আছে। তবে ফাইনাল ডিস্পোজালের লিস্টের প্রথমেই এই মামলাটি আছে।

এই মামলার দিকে তাকিয়ে আশাবাদী পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী মহল। তারা একদিকে যেমন আন্দোলন, ধর্মঘট, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আদালতের আইনি লড়াইও চলছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবং মে মাস থেকে তা বেড়ে হবে ১৪ শতাংশ। তবুও কেন্দ্রের থেকে ফারাক থেকে যাচ্ছে অনেক।

Back to top button