Dearness Allowance

DA Case Upate: সুখবর! অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলার তারিখ প্রকাশিত হল, এই দিন হবে মামলার শুনানি

অবশেষে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার তারিখ প্রকাশিত হল।

DA Case Upate: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার রায়ের জন্য। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো।

নভেম্বর মাসের ৩ তারিখ এই মামলার সর্বশেষ শুনানি হয়েছিল। যেখানে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে। অবশ্যই এর আগেও মামলাটির ৯ বার তারিখ পরিবর্তন হয়েছে। মামলাটির ‘এক্সটেন্সিভ কনসিডারেশন’ প্রয়োজন এবং তার জন্য কোর্টে দীর্ঘ সময় প্রয়োজন।

এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলাটির পরবর্তী তারিখ সম্বন্ধে উল্লেখ করা হয়েছিল যে ৫ ফেব্রুয়ারি থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহের যে কোন একদিন মামলাটি শুনানি হবে। তবে এবার নির্দিষ্ট দিন প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এই মামলাটি ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখেই শুনানি হবে।

মামলার নিষ্পত্তির সম্ভাবনা কতটা?

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তাদের অধিকারের মধ্যে পড়ে। সমস্ত বকেয়া সমেত মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। তবে রাজ্য সরকার এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। এর আগে সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠলেও সময়ের অভাবে ‘এক্সটেন্সিভ কনসিডারেশন’ সম্ভব হয়নি। তবে এবার মনে করা হচ্ছে মামলাটি যেহেতু সোমবার উঠছে তাই এই মামলার শুনানির জন্য যথাযথ সময় পাওয়া যাবে।

মামলার চূড়ান্ত রায়ের জন্য আশাবাদী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন গ্রহণকারীরা। ৫ ফেব্রুয়ারি মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হলে উপকৃত হবেন কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার।

Back to top button