DA Case Update: বড় সুখবর! ডিএ মামলার নিষ্পত্তির সম্ভাবনা প্রবল, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ২২ এপ্রিল এর মামলা গুলির এডভান্স কজ লিস্ট প্রকাশিত হলো। এই লিস্টে মামলাটি প্রথমের দিকে থাকার কারণে মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল।

DA Case Update: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় সুখবর। আগামী ২২ এপ্রিল এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। ওই দিন এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল হলো। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ওই দিনের মামলা গুলির এডভান্স কজ লিস্ট প্রকাশিত হলো। এই লিস্টে মামলাটি প্রথমের দিকে থাকার কারণে মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ২২ এপ্রিল যে সমস্ত মামলাগুলির শুনানি হওয়ার জন্য ধার্য করা হয়েছে তার এডভান্স কজ লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকার মধ্যে ৪৭ নাম্বার সিরিয়ালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর এসএলপি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত হয়েছে।

গত ২৫ মার্চ মামলাটি অ্যাডভান্স লিস্টে ৯৫ নাম্বারে তালিকাভুক্ত ছিল। এবং মামলার দিন মামলাটি ১৬ নম্বর কোর্টে ৪৪ নম্বর সিরিয়ালে উঠেছিল। এবার যেহেতু অ্যাডভান্স লিস্টে ৪৭ নাম্বারে আছে তাই মামলাটি আরো প্রথমের দিকে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল।
এছাড়াও রাজ্য সরকার যে এসএলপি দাখিল করেছে তা ঐদিন খারিজ হয়ে জয় আসতে পারে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য। দীর্ঘদিন ধরে এই মামলাটি সুপ্রিম কোর্টের সঠিকভাবে শুনানি হওয়ার অপেক্ষায় রয়েছে। গত দিন এই মামলাটি আশানুরূপ গতি পেয়েছে। যার ফলে অনেকটাই আশাবাদী আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগী জনগণ।
২০১৬ সাল থেকে এই মামলা প্রথমে স্যাট তারপর হাইকোর্ট-সুপ্রিমকোর্টে বিচারের অপেক্ষায় রয়েছে। গতদিন কিছুটা টালবাহানার পরে এই মামলার সাথে যুক্ত হয়েছে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কর্মচারী মহল তাকিয়ে রয়েছেন এই মামলার ইতিবাচক ফলাফলের দিকে।