Dearness Allowance

DA Case Update: ডি এ মামলায় কি হলো আজ সুপ্রিম কোর্টে

Dearness Allowance: সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতার (DA) এর সরাসরি খবর

DA Case Update Latest News: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের করা Dearness Allowance (DA) মামলার আজ ১৪ই জুলাই শুনানি হলো সুপ্রিম কোর্টে। স্বাভাবিক ভাবেই এই মামলার দিকে সকল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ও পেনশনার দের নজর রয়েছে। যদিও কোলকাতা হাই কোর্টে রাজ্য সরকারি কর্মচারীরা জয়লাভ করেছেন তবুও দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে এই মামলাটি বারংবার পিছিয়ে যাচ্ছে।

আরো দেখুন: পশ্চিমবঙ্গে ডি এ এর পরিমানের ইতিহাস

DA Case Update Latest News

আজ এই মামলটি 60 নং আইটেম এ বিচারপতি হৃষিকেশ রায় এবং পঙ্কজ মিথালের বেঞ্চে উঠেছিল। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মাননীয় বিচারপতির মত অনুযায়ী এই মামলাটি যেহেতু একটি ব্যাপক মামলা, তাই এই মামলার দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ শুনানি প্রয়োজন।

তবে আমাদের পাওয়া খবর অনুযায়ী মামলার পরবর্তী দিন ঘোষণা এখনো হয়নি। তবে যেটি মনে করা হচ্ছে আগামী আগস্ট মাসে এই মামলাটি আবার ওঠার কোন সম্ভাবনা নেই। মামলাটি সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে আবার শুনানি হতে পারে।

2020 থেকে মহার্ঘ ভাতার (Dearness Allowance) পরিমান

01.01.20200%
01.01.20213%
01.03.20236%

অবশ্যই দেখুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডি এ হলে আপনার কত টাকা স্যালারি হত?

প্রশ্ন উত্তর:

পশ্চিমবঙ্গে বর্তমানে মহার্ঘ ভাতার (DA)পরিমান কত ?

এখন পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বা DA এর পরিমান বেসিক পে এর ৬ শতাংশ।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (DA)পরিমান কত ?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (DA)পরিমান ৪২ শতাংশ।

Join telegram group
Back to top button