Dearness Allowance

DA Case Update: অবশেষে ডি এ মামলার শুনানির দিন ধার্য্য করল সুপ্রিম কোর্ট, রায় দেওয়ার সম্ভাবনা কতটা দেখুন

ডি এ মামলার পরবর্তী শুনানির দিন জানা গেলে। মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ওই দিন।

DA Case Update: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার (Dearness Allowance Case) পরবর্তী শুনানির তারিখ জানা গেল। সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইট এ এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। এই মামলার নিষ্পত্তির দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী ও পেনশনারগণ।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনার রা এখন ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন। অথচ AICPI অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমানে ৪২ শতাংশ। AICPI হারে মহার্ঘ ভাতার দাবিতে কর্মচারীগণ অবস্থান বিক্ষোভ, আন্দোলন, কর্মবিরতি সহ একাধিক ভাবে সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন।

কোলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্ট সকল বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) প্রদান করতে নির্দেশ দিলেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে এর আগের শুনানি হয়েছিল ১৪ জুলাই ২০২৩ । এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত।

কিছুদিন আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এ আপডেট দেওয়া হয়েছিল যে এই মামলা নভেম্বর মাসে পরবর্তী শুনানি হবে। এবার জানা গেল এই মামলা ৩ নভেম্বর ২০২৩ শুনানি হবে। এই মামলার নিষ্পত্তির দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

কর্মচারী মহলের একাংশ মনে করছেন ওই দিন পশ্চিমবঙ্গ কর্মচারীদের মহার্ঘ্যভাতা মামলার নিষ্পত্তি হতে পারে। তবে আগের শুনানিতে যেহেতু বলা হয়েছিল মামলাটির দীর্ঘ শুনানি প্রয়োজন, তাই অনেকে মনে করছেন এখনও বেশ কয়েকটি শুনানি হওয়ার পরেই মামলাটির নিষ্পত্তি হবে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশন গ্রাহকরা এই বিষয়ে আশাবাদী যে, মামলাটির যত দ্রুত সম্ভব শুনানি হবে।

Da case update next hearing date supreme court
Da case update next hearing date supreme court.jpg
Back to top button