Dearness Allowance

DA Case Update Today: কী হল আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলায়, দেখুন সরাসরি এখানে

DA Case Update Today: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলাটি আজ ১৮ মার্চ শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। মামলাটি সুপ্রিম কোর্টের ৭ নম্বর কোর্টে ফাইনাল ডিস্পোজালের জন্য ওঠার কথা ছিল। এই মামলায় কজ লিস্ট নম্বর ছিল ৬০।

আজ সময়ের অভাবে এই মামলাটির শুনানি হয়নি। ৩৯ নম্বর সিরিয়াল পর্যন্ত মামলার শুনানি হয়। এই মামলার পরবর্তী তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। বার বার মামলা পিছিয়ে যাওয়ার কারণে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা।

এই মামলার দিকে তাকিয়ে আশাবাদী পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী মহল। তারা একদিকে যেমন আন্দোলন, ধর্মঘট, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আদালতের আইনি লড়াইও চলছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবং মে মাস থেকে তা বেড়ে হবে ১৪ শতাংশ। তবুও কেন্দ্রের থেকে ফারাক থেকে যাচ্ছে অনেক।

Back to top button