DA Case Update: আজ ডিএ মামলা, কোর্ট নং, সিরিয়াল নং ও বিস্তারিত দেখুন

DA Case Update: আজ 25 মার্চ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি হতে চলেছে। এই মামলার দিকে তাকিয়ে কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং সম্মানীয় বিচারপতি মনোজ মিশ্র এর বেঞ্চে এই মামলা উঠতে চলেছে।
আজ এই মামলাটি 16 নম্বর কোর্টে 44 নম্বর সিরিয়ালে শুনানি হতে চলেছে। এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তবে ইতিমধ্যে মামলাটি বহুবার পিছিয়ে গেছে এবং শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তাই বেশ হতাশায় ভুগছেন এই রাজ্যের সরকারি কর্মচারীমহল।
2016 সাল থেকে এই মামলা প্রথমে স্যাট তারপর হাইকোর্ট-সুপ্রিমকোর্টে বিচারের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে এই মামলার সাথে যুক্ত হয়েছে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তাই কর্মচারী মহল তাকিয়ে রয়েছেন এই মামলার ইতিবাচক ফলাফলের দিকে।
আরো দেখুন: আজ ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কী হলো আপডেট দেখুন (Coming Soon)